New Zealand Vs Pakistan: দ্বিতীয় টি-২০ ম্যাচেও জয়, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পথে নিউজিল্যান্ড

Published : Jan 14, 2024, 03:24 PM ISTUpdated : Jan 14, 2024, 03:45 PM IST
New Zealand vs Pakistan

সংক্ষিপ্ত

অধিনায়ক বদল করেও কোনও লাভ হল না। পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার পালা অব্যাহত। অস্ট্রেলিয়া সফরে কোনও ম্যাচই জিততে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ড সফরেও একই ছবি দেখা যাচ্ছে।

শুক্রবার অকল্যান্ডে প্রথম টি-২০ ম্যাচে জয় এসেছিল ৪৬ রানে। রবিবার হ্যামিলটনের সেডন পার্কে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২১ রানে জয় পেল নিউজিল্যান্ড। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল। পরপর হেরে কোণঠাসা শাহিন শাহ আফ্রিদির। তাঁদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। পাকিস্তান দল জিততে ভুলে গিয়েছে। ওডিআই বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সফরে চরম ব্যর্থ হয়েছে পাকিস্তান। এবার নিউজিল্যান্ড সফরেও ব্যর্থতা চলছে। ফলে পাকিস্তান ক্রিকেট মহলে তোলপাড় চলছে। প্রাক্তন ক্রিকেটার, সাংবাদিক, ক্রিকেটপ্রেমীরা জাতীয় দল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করছেন।

দেশের মাটিতে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের দাপট

এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি। তাঁর এই সিদ্ধান্ত মোটেই ভালো বলে প্রমাণিত হয়নি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেন সর্বাধিক ৭৪ রান করেন। তাঁর ৪১ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার ডেভন কনওয়ে করেন ২০ রান। কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন ১৫ বলে ২৬ রান করে অবসৃত হন। ড্যারিল মিচেল করেন ১৭ রান। গ্লেন ফিলিপস করেন ১৩ রান। ৪ রান করেই আউট হয়ে যান মার্ক চাপম্যান। মিচেল স্যান্টনার করেন ২৫ রান। প্রথম বলেই আউট হয়ে যান অ্যাডাম মিলনে (০)। ২ বল খেলে কোনও রান করতে পারেননি ইশ সোধি। ৫ রান করে অপরাজিত থাকেন টিম সাউদি। ১ রান করে অপরাজিত থাকেন বেন সিয়ার্স। পাকিস্তানের হয়ে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন হ্যারিস রউফ। ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি। ৪২ রান দিয়ে ১ উইকেট নেন আমের জামাল। ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন উসামা মীর।

বাবর-ফকরের অর্ধশতরানেও হার পাকিস্তানের

বড় রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ৪৩ বলে ৬৬ রান করেন বাবর। ২৫ বলে ৫০ রান করেন ফকর জামান। ১৩ বলে ২২ রান করেন আফ্রিদি। কিন্তু পাকিস্তানের অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন মিলনে। ৩১ রান দিয়ে ২ উইকেট নেন সাউদি। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন সিয়ার্স। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন সোধি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Yuvraj Singh: মাঠে ফেরার ইচ্ছা, তরুণদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে চান যুবরাজ

Virat Kohli-Novak Djokovic: বিরাটের সঙ্গে দেখা হয়নি, নিয়মিত কথা হয়, জানালেন জকোভিচ

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড