ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অন্যান্য খেলার তারকাদের সঙ্গেও পরিচিত বিরাট।
কয়েকদিন আগেই ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো জানিয়েছেন, তিনি বিরাট কোহলিকে চেনেন। এবার সার্বিয়ার কিংবদন্তি টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ জানালেন, বিরাটের সঙ্গে তাঁর নিয়মিত কথা হয়। অস্ট্রেলিয়ান ওপেনের জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন বিরাট। তাঁদের সম্পর্ক খুবই ভালো এবং পারস্পরিক শ্রদ্ধাও রয়েছে বলে জানিয়েছেন জকোভিচ। তিনি আরও বলেছেন, ‘বিরাট কোহলির সঙ্গে আমার অনেক বছর ধরেই কথা হচ্ছে। আমি ওর গুণগ্রাহী। আমি ১০-১১ বছর আগে একবার ভারতে গিয়েছিলাম। নয়াদিল্লিতে ২ দিনের প্রদর্শনীমূলক অনুষ্ঠান ছিল। আমি ভারতে স্বল্প সময়ের জন্যই ছিলাম। আশা করি খুব তাড়াতাড়ি আবার ভারতে ফিরতে পারব। ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় প্রাচুর্যের দেশ ভারতকে ভালোভাবে জানতে, বুঝতে চাই। সচিন (তেন্ডুলকর), বিরাট-সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। গত কয়েক বছর ধরে বিরাটের সঙ্গে আমার লিখিত কথোপকথন চলছে। কিন্তু সামনাসামনি আমাদের কোনওদিন দেখা হয়নি। ও আমার সম্পর্কে যে সব কথা বলে, সেগুলি শুনে খুব ভালো লাগে। ওর কেরিয়ার ও সাফল্যের কদর করি আমি।’
খেতাব ধরে রাখার লক্ষ্যে জকোভিচ
রবিবার অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার তরুণ দিনো প্রিজমিচের মুখোমুখি হচ্ছেন জকোভিচ। এই ম্যাচের আগে তিনি বলেছেন, ‘আমি এখন যে জায়গায়, তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে হয়। আমি এখনও স্বপ্নের পিছনে ছুটে চলেছি। এই জায়গায় পৌঁছনোর জন্য আমি সারাজীবন ধরে পরিশ্রম করে চলেছি। তার ফলেই আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমার যখন ৪-৫ বছর বয়স ছিল, তখন সার্বিয়া থেকে স্বপ্ন দেখা শুরু হয়। আমি তখন থেকেই টেনিসের সর্বোচ্চ স্তরে পৌঁছনোর স্বপ্ন দেখতে শুরু করি। গ্র্যান্ড স্ল্যাম জয় এবং এই সুন্দর খেলায় ইতিহাস তৈরি করাই আমার লক্ষ্য ছিল। এই খেলা আমাকে ও আমার পরিবারকে অনেক কিছু দিয়েছে।’
একাদশ অস্ট্রেলিয়ান ওপেন খেতাবের লক্ষ্যে জকোভিচ
এখনও পর্যন্ত ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। ফের চ্যাম্পিয়ন হওয়াই তাঁর লক্ষ্য। চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না রাফায়েল নাদাল। ফলে জকোভিচের কাজ সহজ হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Aamir Hussain Loan: বাধা হয়নি হাতের অভাব, ক্রিকেট চালিয়ে যাচ্ছেন কাশ্মীরের যুবক