England vs New Zealand: দ্বিতীয় একদিনের ম্যাচেও হার ইংল্যান্ডের, ৫ উইকেটে জিতে সিরিজ নিউজিল্যান্ডের

Published : Oct 29, 2025, 02:08 PM IST
England vs New Zealand: দ্বিতীয় একদিনের ম্যাচেও হার ইংল্যান্ডের, ৫ উইকেটে জিতে সিরিজ নিউজিল্যান্ডের

সংক্ষিপ্ত

England vs New Zealand: প্রথমে ব্যাট করতে নেমে, ইংল্যান্ডের টপ অর্ডার কার্যত, ব্যর্থ হয়। জেমি ওভারটন ৪২, হ্যারি ব্রুক ৩৪ এবং জো রুট ২৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না।

England vs New Zealand: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে, ৫ উইকেটে দাপুটে জয় তুলে নিল নিউজিল্যান্ড। সেই সুবাদে, সিরিজও পকেটে কিউয়িদের। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩৬ ওভারে, ১৭৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে নিউজিল্যান্ড ৩৩.১ ওভারে, মাত্র ৫ উইকেট হারিয়েই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। 

নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গেল

রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলের অর্ধশতরানের সুবাদে কিউইদের জয় অনেকটাই সহজ হয়। আর এই জয়ের ফলে, তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গেল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড চার উইকেটে জয়ী হয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হবে।

 

প্রথমে ব্যাট করতে নেমে, ইংল্যান্ডের টপ অর্ডার কার্যত, ব্যর্থ হয়। জেমি ওভারটন ৪২, হ্যারি ব্রুক ৩৪ এবং জো রুট ২৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। জেমি স্মিথ (১৩), বেন ডাকেট (১), জ্যাকব বেথেল (১৮) এবং জস বাটলার (৯) সবাই হতাশ করেন। কিউইদের হয়ে ব্লেয়ার টিকনার চারটি এবং নাথান স্মিথ দুটি উইকেট নিয়ে দুর্দান্ত বল করেন।

ব্যাটিং নৈপুণ্যে কিউইরা সহজেই লক্ষ্যে পৌঁছে যায়

জবাবে ব্যাট করতে নেমে, প্রথম ওভারেই উইল ইয়ংকে হারালেও রাচিন রবীন্দ্র (৫৪), কেন উইলিয়ামসন (২১), ড্যারিল মিচেল (৫৬*) এবং অধিনায়ক মিচেল স্যান্টনারের (১৭ বলে ৩৪*) ব্যাটিং নৈপুণ্যে কিউইরা সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। 

টম ল্যাথাম (২) ও মাইকেল ব্রেসওয়েল (৫) কিউইদের হতাশ করেন। ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার ১০ ওভারে, ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম