ODI World Cup 2023: বিশ্বকাপের দল ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, ১৫ জনের দলে নাম রইল কার কার?

আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল প্রাথমিক দল। চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর।

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল প্রাথমিক দল। চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর। গত ২ সেপ্টেম্বর একদিকে যখন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেল অন্যদিকে সেই রাতেই ম্যাচের পর বৈঠকে বসেন বিসিসিআইয়ের নির্বাচন কমিটি। মধ্য রাতের মধ্যেই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ জনের দল বেছে নেওয়া হল।

জানা যাচ্ছে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন ইশান কিশান। পরপর তিনটি ওডিয়াইতে অর্ধশতরান ও পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে প্রবল চাপের মুহূর্তে ৮২ রানের ইনিংস খেলার রেকর্ড রয়েছে তাঁর। প্রাথমিক দলে কিপিং অপশন হিসেবে থাকছেন কে এল রাহুল। এছাড়া বিশ্বকাপের প্রাথমিক দলের ব্যাটিং লাইনে থাকছেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদব। কিপার-ব্যাটার হিসেবে রয়েছেন কেএল রাহুল ও ইশান কিশান। দলে অলরাউন্ডার বিভাগে জায়গা করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুর। পেস বোলিং অ্যাটাকে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। স্পিন অ্যাটাকে একমাত্র কুলদীপ যাদব। অন্যদিকে বিশ্বকাপের দলে জায়গা হল না সঞ্জু স্যামসন এবং পেসার প্রসিদ্ধ কৃষ্ণারও।

Latest Videos

প্রসঙ্গত, শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ছিল। এই ম্যাচে ভারতীয় দল জয় পেল না। টসে জিতে প্রথমে ব্যাটিং করে ভারত। কিন্তু এরপর বৃষ্টির জন্য আর খেলা শুরুই করা গেল না। ফলে ভারত ও পাকিস্তান ১ পয়েন্ট করে পেল। এই ম্যাচে দর্শকদের বিনোদনের জন্য উপকরণের অভাব ছিল না। আইপিএল-এর ধাঁচেই ম্যাচ চলাকালীন গান বাজানো হচ্ছিল। শ্রীলঙ্কায় ম্যাচ হলেও, বেশিরভাগ গানই ছিল বলিউডের বিভিন্ন ছবির। দক্ষিণ ভারতীয় ছবি 'পুষ্পা'-র গানও শোনা যাচ্ছিল। তবে দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে 'আদিপুরুষ' ছবির 'রাম সিয়া রাম' গানটি। বারবার শোনা যায় এই গান। হার্দিক পান্ডিয়া, ঈশান কিষানরা বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারলেই গান বাজানো হচ্ছিল।

২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পায় পাকিস্তান। সেই ম্যাচের পর মাঠেই নমাজ পাঠ করেন মহম্মদ রিজওয়ান। পরবর্তীকালে তিনি বলেন, 'হিন্দুদের সামনে নমাজ পাঠ করে সবচেয়ে বেশি আনন্দ হয়েছে।' রিজওয়ানের এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক হয়। এবার সেই ভারত-পাকিস্তান ম্যাচেই 'রাম সিয়া রাম' গান বাজায় হিন্দুত্ববাদীরা খুশি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। 'দ্য স্কিন ডক্টর' নামে একটি 'এক্স' হ্যান্ডলে 'রাম সিয়া রাম' বাজার ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, 'রামের দেশ যখনই পাকিস্তানের বিরুদ্ধে বাউন্ডারি মারছে, তখনই রাবণের দেশে রাম সিয়া রাম বাজানো হচ্ছে। ভারতের কোনও ক্রিকেট মাঠে এটা ভাবাই যায় না।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia