India Vs Pakistan: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ১ পয়েন্ট করে পেল ভারত-পাকিস্তান

এক দশকেরও বেশি সময় ধরে বহুদেশীয় টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে না। ফলে ক্রিকেটপ্রেমীরা এই উত্তেজক ম্যাচ বেশি দেখার সুযোগ পাচ্ছেন না। শনিবারও বঞ্চিত হলেন দর্শকরা।

হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষানের অসাধারণ লড়াই দাম পেল না। বৃষ্টির জন্য পাকিস্তানের ইনিংস শুরুই করা গেল না। ফলে ভেস্তে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। ২ দল ১ পয়েন্ট করে পেল। পাকিস্তানের টার্গেট ছিল ২৬৭। পাল্লেকেলের পিচে এই রান করা যথেষ্ট কঠিন ছিল। কিন্তু জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবদের বিরুদ্ধে বাবর আজমরা কেমন ব্যাটিং করেন সেটা দেখার সুযোগই হল না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও বৃষ্টি না থামায় শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হলেন আম্পায়াররা। ফলে হতাশ হতে হল দর্শকদের।

এই ম্যাচ ভেস্তে যাওয়ায় সুবিধাই হল পাকিস্তানের। সুপার ফোরের যোগ্যতা অর্জন করলেন বাবররা। ২ ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট ৪। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ২৩৮ রানে জয় পেয়েছে পাকিস্তান। সেই ২ পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়ে গেল। ভারতীয় দলের পরের ম্যাচ নেপালের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে ভারতও সুপার যোগ্যতা অর্জন করবে। এই গ্রুপে একমাত্র নেপালই এখনও পয়েন্ট পায়নি। ফলে বৃষ্টির জন্য যদি ভারত-নেপাল ম্যাচও ভেস্তে যায়, তাহলে ভারতীয় দলই সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে।

Latest Videos

শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের ইনিংসে ২ বার বিঘ্ন ঘটায় বৃষ্টি। ভারতের টপ অর্ডার ও মিড অর্ডারের ব্যাটিংও ভালো হয়নি। দলের ১৫ রানের মাথায় আউট হয়ে যান রোহিত (১১)। অপর ওপেনার শুবমান গিল প্রথম থেকেই মন্থর ব্যাটিং করছিলেন। এই তরুণ ব্যাটার ৩২ বল খেলে ১০ রান করেন। তাঁর ইনিংসে ছিল মাত্র ১টি বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি ৪ রান করেই আউট হয়ে যান। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে শ্রেয়াস আইয়ার করেন ১৪ রান। ১৪.১ ওভারে ৬৬ রানে ৪ উইকেট হারায় ভারতীয় দল। সেই সময় ম্যাচে জাঁকিয়ে বসেছিল পাকিস্তান। সেই পরিস্থিতিতে পাল্টা লড়াই শুরু করেন হার্দিক (৮৭) ও ঈশান (৮২)। তাঁদের জুটিতে যোগ হয় ১৩৮ রান। এই ইনিংসই ভারতীয় দলকে লড়াই করার মতো স্কোর করতে সাহায্য করে। রবীন্দ্র জাদেজা (১৪), শার্দুল ঠাকুর (৩), জসপ্রীত বুমরা (১৬), মহম্মদ সিরাজ (অপরাজিত ১) বড় রান পেলেন না। ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়ে যায় ভারত।

পাকিস্তানের হয়ে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন নাসিম শাহ। ৫৮ রান দিয়ে ৩ উইকেট নেন হ্যারিস রাউফ।

আরও পড়ুন-

Babar Azam-Virat Kohli: 'বিরাট কোহলির মন্তব্যে গর্বিত,' জানালেন বাবর আজম

Asia Cup 2023: ফিট হতে এখনও সময় লাগবে, এশিয়া কাপের দলে রাহুলকে রেখে ভুল করল ভারত?

Rishabh Pant : ভারতীয় দলের অনুশীলনে ঋষভ পন্থ, সতীর্থদের দিলেন উৎসাহ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury