India Vs Pakistan: 'রাবণের দেশে ভারত-পাকিস্তান ম্যাচে রাম সিয়া রাম', উত্তাল সোশ্যাল মিডিয়া

Published : Sep 03, 2023, 12:42 AM ISTUpdated : Sep 03, 2023, 12:51 AM IST
India Vs Pakistan

সংক্ষিপ্ত

শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। তবে এই ম্যাচে দর্শকদের জন্য বিনোদনের অভাব ছিল না। ভারতের ইনিংসে ব্যাট-বলের দুর্দান্ত লড়াই হয়।

রামায়ণ অনুযায়ী রাবণের দেশ শ্রীলঙ্কা। সেখানেই শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ছিল। এই ম্যাচে ভারতীয় দল জয় পেল না। টসে জিতে প্রথমে ব্যাটিং করে ভারত। কিন্তু এরপর বৃষ্টির জন্য আর খেলা শুরুই করা গেল না। ফলে ভারত ও পাকিস্তান ১ পয়েন্ট করে পেল। এই ম্যাচে দর্শকদের বিনোদনের জন্য উপকরণের অভাব ছিল না। আইপিএল-এর ধাঁচেই ম্যাচ চলাকালীন গান বাজানো হচ্ছিল। শ্রীলঙ্কায় ম্যাচ হলেও, বেশিরভাগ গানই ছিল বলিউডের বিভিন্ন ছবির। দক্ষিণ ভারতীয় ছবি 'পুষ্পা'-র গানও শোনা যাচ্ছিল। তবে দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে 'আদিপুরুষ' ছবির 'রাম সিয়া রাম' গানটি। বারবার শোনা যায় এই গান। হার্দিক পান্ডিয়া, ঈশান কিষানরা বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারলেই গান বাজানো হচ্ছিল।

২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পায় পাকিস্তান। সেই ম্যাচের পর মাঠেই নমাজ পাঠ করেন মহম্মদ রিজওয়ান। পরবর্তীকালে তিনি বলেন, 'হিন্দুদের সামনে নমাজ পাঠ করে সবচেয়ে বেশি আনন্দ হয়েছে।' রিজওয়ানের এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক হয়। এবার সেই ভারত-পাকিস্তান ম্যাচেই 'রাম সিয়া রাম' গান বাজায় হিন্দুত্ববাদীরা খুশি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। 'দ্য স্কিন ডক্টর' নামে একটি 'এক্স' হ্যান্ডলে 'রাম সিয়া রাম' বাজার ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, 'রামের দেশ যখনই পাকিস্তানের বিরুদ্ধে বাউন্ডারি মারছে, তখনই রাবণের দেশে রাম সিয়া রাম বাজানো হচ্ছে। ভারতের কোনও ক্রিকেট মাঠে এটা ভাবাই যায় না।'

 

 

বলিউডের ছবি ও গান পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয়। তবে পাকিস্তানে যেভাবে মৌলবাদ সঞ্চারিত হয়েছে, তাতে হিন্দু দেব-দেবী সংক্রান্ত কোনও গান বাজানোর কথা ভাবাই যায় না। শ্রীলঙ্কায় অবশ্য সেরকম পরিস্থিতি নেই। তামিলনাড়ু ও শ্রীলঙ্কার ভাষা, সংস্কৃতির মিল আছে। তামিল ছবি ও গান শ্রীলঙ্কায় বেশ জনপ্রিয়। বলিউডের ছবির গানও শ্রীলঙ্কায় জনপ্রিয়। সেই কারণেই ভারত-পাকিস্তান ম্যাচের সময় বিভিন্ন ভারতীয় গান বাজানো হয়।

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে জয় পেলে সুপার ফোরের যোগ্যতা অর্জন করা কার্যত নিশ্চিত করে ফেলত ভারতীয় দল। কিন্তু শনিবার পয়েন্ট ভাগ করতে হওয়ায় সুপার ফোরের যোগ্যতা অর্জন করার জন্য সোমবার নেপালের বিরুদ্ধে অন্তত ১ পয়েন্ট পেতেই হবে ভারতীয় দলকে। তবে নেপালের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে কোনও সংশয় নেই। বিশাল অঘটন ছাড়া ভারতের সহজ জয়ই পাওয়ার কথা।

আরও পড়ুন-

India Vs Pakistan: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ১ পয়েন্ট করে পেল ভারত-পাকিস্তান

Babar Azam-Virat Kohli: 'বিরাট কোহলির মন্তব্যে গর্বিত,' জানালেন বাবর আজম

Rishabh Pant : ভারতীয় দলের অনুশীলনে ঋষভ পন্থ, সতীর্থদের দিলেন উৎসাহ

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর