মহিলা ক্রিকেটে ওড়িশার বিরুদ্ধে কেরালার হার, ৪ উইকেটে জয় পেল ওড়িশা

২৭ রান করা সজনার আউট হওয়ার পরে আসা ব্যাটসম্যানরা ভালো পার্টনারশিপ গড়তে না পারায় কেরালা পিছিয়ে পড়ে।

সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্টে কেরালার হার। ওড়িশা চার উইকেটে কেরালাকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে কেরালা ৪৫তম ওভারে ১৯৮ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ওড়িশা ২৯ বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়। ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা অধিনায়ক সুশ্রী দেবদর্শিনীর অবদানেই ওড়িশা জয় পায়।

প্রথমে ব্যাট করতে নেমে কেরালার ওপেনার শানিয়া এবং দৃশ্য ভালো শুরু এনে দেন। দুজনে মিলে ওপেনিং জুটিতে ৭৪ রান যোগ করেন। ৩১ রান করা দৃশ্যকে সুশ্রী আউট করে কেরালার রানের গতি রোধ করেন। এরপর আসা নাজলা ৭ রান করে আউট হলেও শানিয়া এবং অধিনায়ক সজনার জুটিতে ৫০ রান আসে।

Latest Videos

২৭ রান করা সজনার আউট হওয়ার পরে আসা ব্যাটসম্যানরা ভালো পার্টনারশিপ গড়তে না পারায় কেরালা পিছিয়ে পড়ে। পরে আসা ব্যাটসম্যানদের মধ্যে ২১ বলে ২৫ রান করা সায়ুজ্যই কিছুটা ভালো খেলেন। ৭২ রান করা শানিয়া কেরালার সর্বোচ্চ স্কোরার। ওড়িশার হয়ে সুশ্রী দিব্যদর্শিনী চারটি এবং জানকী রেড্ডি তিনটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওড়িশার শুরুতেই চার উইকেট পড়ে যাওয়ায় কেরালা আশায় বুক বাঁধে। কিন্তু এক প্রান্ত আগলে রাখা অধিনায়ক সুশ্রী দিব্যদর্শিনীর ব্যাটিং ওড়িশাকে শক্তি যোগায়। ১০০ বলে ১০২ রান করে সুশ্রী অপরাজিত থাকেন। মাধুরী মেহতা ২৬ এবং জানকী রেড্ডি ২৮ রান করেন। কেরালার হয়ে দর্শনা এবং বিনয়া দুটি করে উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Bangla News Live : মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam
Potato Price Hike : Kolkata-র বাজারে আলুর দাম বাড়িয়ে বিক্রি! অ্যাকশনে টাস্ক ফোর্স
নিজের দেশের প্রাক্তন সেনা সদ্যসদের 'পাগল' বললেন! Bangladesh News #shorts #shortsviral #shortsfeed
'বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের জন্মই হত না' লোকসভায় বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি