MD Siraj: নতুন বছরেই বিয়ে করতে চলেছেন টিম ইন্ডিয়ার অন্যতম এই পেসার, চিনে নিন পাত্রী-কে!

Published : Nov 27, 2023, 10:14 AM IST
Mohammed Siraj

সংক্ষিপ্ত

শোনা যাচ্ছে নতুন বছরেই ভক্তদের জানাতে পারেন এই সুখবর। হায়দরাবাদের বাসিন্দা মহম্মদ শিরাজ তার এই বান্ধবীর কথা কিন্তু এখনও গোপনই রেখেছেন। এই বিষয়ে এখনও কিছুই খোলসা করেননি তিনি। 

খেলায় হার-জিত আছেই, কিন্তু বড় বিষয়টা হচ্ছে খেলোয়ারে ইমোশন। ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ হাড়ার পরেও মুষড়ে পড়তে দেখা যায় গোটা টিম-কে। সেই সময় সবার মাঝে দলের অন্যতম বোলার মহম্মদ শিরাজ-এর চোখের জল সবার নজর কড়েছে। বর্তমানে সামির পরেই দলের অন্যতম ভরসা যোগ্য বোলার সিরাজ। যার অনবদ্য বোলিং-এর সামনে দাঁড়াতে বুক কেঁপে ওঠে তাবড় তাবড় বিরোধীদলের ব্যাটারদের।

না মহম্মদ শিরাজ-এর বোলিং-এর বিষয়ে নয়, জেনে নিন এই তারকা বোলারের ব্যক্তিগত জীবনের এক রহস্য। গুঞ্জণ শোনা যাচ্ছে খুব জলদিই বিয়ে সারতে চলেছেন দলের এই দাপুটে পেসার। শোনা যাচ্ছে নতুন বছরেই ভক্তদের জানাতে পারেন এই সুখবর। হায়দরাবাদের বাসিন্দা মহম্মদ শিরাজ তার এই বান্ধবীর কথা কিন্তু এখনও গোপনই রেখেছেন। এই বিষয়ে এখনও কিছুই খোলসা করেননি তিনি।

তবে শোনা যাচ্ছে পাত্রীও নাকি হায়দরাবাদের। শুধু এই নয় দুজনের বাগদান পর্বও হয়ে গিয়েছে এখন শুধু বাকি বিয়ের। তবে এই পাত্রী কে? তা রীতিমতো গোপণ রয়েছে। যার খোলসা হতে চলেছে খুব জলদি। প্রসঙ্গত, এই বছরের বিশ্বকাপে ১৪ টি উইকেট নিয়েছেন সিরাজ। শুধু বিশ্বকাপ নয় একের পর এক সিরিজে নিজের বোলিং-এর জাঁদুতে কাবু করেছেন প্রতিপক্ষদের।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?
Moeen Ali: ভারত নয়, পাকিস্তানই পছন্দ! প্রাক্তন কেকেআর তারকার চাঞ্চল্যকর সিদ্ধান্ত?