আইপিএল-এ যেভাবে ব্যাটিং করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজেও ঠিক সেভাবেই খেলছেন রিঙ্কু সিং। লোয়ার অর্ডারে তিনি ভারতীয় দলের ভরসা হয়ে উঠেছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে পরপর ২ ম্যাচে রিঙ্কু সিং যেভাবে ব্যাটিং করেছেন, তাতে তাঁর প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েছেন এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। রবিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের পর সূর্যকুমার বলেছেন, ‘ছেলেরা আমার উপর খুব বেশি চাপ দিচ্ছে না। ওরা অনেক চাপ নিয়ে খেলছে। এদিনের ম্যাচের আগেই আমি ওদের বলেছিলাম, প্রথমে ব্যাটিং করার প্রস্তুতি নিয়ে রাখো। মাঠে প্রচুর শিশির পড়ছিল। আমরা যে স্কোর করি, অস্ট্রেলিয়াকে তার কম রানে আটকে রাখার বিষয়ে আলোচনা করি। গত ম্যাচে যখন আমি রিঙ্কুকে ব্যাটিং করতে নামতে দেখি, তখন ওর মধ্যে যে ধৈর্য ও সংযম দেখেছিলাম সেটা অসাধারণ। সেটা দেখে আমার অন্য একজনের কথা মনে পড়ে যাচ্ছে। সবাই উত্তরটা জানে।’
ধোনির কথা বলছেন সূর্যকুমার?
ভারতীয় ক্রিকেটে ফিনিশারের কথা উঠলেই এখনও সবাই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা বলেন। তিনি যেভাবে সীমিত ওভারের ফর্ম্যাটে ফিনিশারের ভূমিকা পালন করেছেন, সেরকম সাফল্য খুব কম ক্রিকেটারেরই আছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে শেষ বলে ভারতীয় দলকে জেতানোর পর রিঙ্কু জানান, ধোনির পরামর্শেই তিনি সাফল্য পাচ্ছেন। এখন সূর্যকুমার যদি ধোনির সঙ্গে তুলনা করেন, তাহলে সেটা রিঙ্কুর জন্য বিরাট প্রশংসা হবে।
ফিনিশার হওয়ার জন্য তৈরি রিঙ্কু
রবিবারের ম্যাচের পর রিঙ্কু বলেছেন, 'আমি অনেকবার ৫ নম্বরে ব্যাটিং করেছি। ফলে এই পজিশনে ব্যাটিং করতে নামলে কীভাবে খেলতে হয় সেটা আমি জানি। সেই কারণে শান্তই ছিলাম। প্রতিটি বল যেরকম হয় আমি সেভাবেই খেলার চেষ্টা করি। জোরে বল আসছে না মন্থর গতিতে সেটা দেখে সেই অনুযায়ী খেলি। আমি শুধু ফিনিশারের ভূমিকাই পালন করতে চাই। আমি জানি, কখনও কখনও ৫-৬ ওভার ব্যাটিং করার সুযোগ পাব, আবার কখনও হয়তো ২ ওভার ব্যাটিং করার সুযোগ পাব। আমি সেভাবেই অনুশীলন করি। নেটে আমাকে এটাই বলেন ভিভিএস (লক্ষ্মণ) স্যার।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Yashasvi Jaiswal: পাওয়ার প্লে-তেই অর্ধশতরান, টি-২০ ফর্ম্যাটে নতুন নজির যশস্বীর
India Vs Australia: দ্বিতীয় টি-২০ ম্যাচেও সহজ জয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দখল করার পথে ভারত