Optical Illusion: কী দেখছেন? খাবার না ভারতের তারকা ক্রিকেটারের মুখ?

Published : Nov 11, 2023, 03:42 PM ISTUpdated : Nov 11, 2023, 04:07 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

সারা বিশ্বেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখা যাচ্ছে। বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর সুফলও যেমন পাওয়া যাচ্ছে, তেমনই আবার অপব্যবহারও দেখা যাচ্ছে।

সারা বিশ্ব এখন অপটিক্যাল ইলিউশন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় মেতে। কৃত্রিমভাবে তৈরি ছবিতে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে। তেমনই একটি ছবি পোস্ট ভাইরাল। এই পোস্টে অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে ভারতের তারকা ক্রিকেটারদের মুখ ফুটিয়ে তোলা হয়েছে। খাবারের মধ্যে মনে হচ্ছে বিরাট কোহলির মুখ, কফি মাগে মনে হচ্ছে হার্দিক পান্ডিয়ার মুখ, গাছ ও একদল ঘোড়ার মধ্যে মনে হচ্ছে রবীন্দ্র জাদেজার মুখ। এই পোস্ট দেখে ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত। কেউ কেউ ক্রিকেটারদের মুখ ভালোভাবে বুঝতে পারছেন না। বিশেষ করে শেষ ছবিটি নিয়ে ধন্দ রয়েছে। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে।

অপটিক্যাল ইলিউশনে ধোনির মুখ

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। সেই ছবিতে দেখা যায়, জঙ্গলে একটি কচ্ছপের পিঠের উপর অন্য একটি কচ্ছপ উঠে বসেছে। সেই ছবি দেখেই মনে হয় ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখ। অত্যন্ত জনপ্রিয় হয় ছবিটি। এবার দেখা গেল বিরাট, হার্দিক, জাদেজার অপটিক্যাল ইলিউশনের ছবি।

 

রবিবার ভারত-নেদারল্যান্ডস ম্যাচ

রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে ভারত। এখনও পর্যন্ত টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। এই টুর্নামেন্টে ভারতই একমাত্র অপরাজিত দল। সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য। এবারের ওডিআই বিশ্বকাপে ২টি ম্যাচে শতরান করেছেন বিরাট। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অল্পের জন্য শতরান পাননি। চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫৪৩ রান করেছেন বিরাট। তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার র‍্যাচিন রবীন্দ্র। রবিবার বেঙ্গালুরুতে বড় স্কোর করে সর্বাধিক রানের মালিক হয়ে যেতে পারেন বিরাট। চিন্নাস্বামী স্টেডিয়াম তাঁর ঘরের মাঠ। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন বিরাট। ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রতিটি ঘাস তাঁর চেনা। রবিবার সেখানেই ম্যাচ হওয়ায় বিরাটের সুবিধা হতে পারে।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Cricket Numerology: তারিখ ১১/১১/১১, সময় ১১:১১, জয়ের জন্য দরকার ছিল ১১১ রান

Optical Illusion: দেখুন তো, তারকা ক্রিকেটারের মুখ খুঁজে পেলেন কি না

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে