সংখ্যাতত্ত্বের বিচার অনেকেই করেন। ক্রিকেট মাঠেও এই বিষয়টি দেখা গিয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন আম্পায়ার ডেভিড শেফার্ড সংখ্যাতত্ত্ব বিচার করতেন।
নেভিল কার্ডাস স্কোরবোর্ডকে গাধা বলেছিলেন। কিন্তু ক্রিকেটে শেষ বিচারে সংখ্যাই সবকিছু। যাঁরা সংখ্যাতত্ত্বের বিচার করেন, তাঁদের কাছে ক্রিকেট ম্যাচ আকর্ষণীয় মনে হতে পারে। বিশেষ করে একটি ম্যাচ সংখ্যাতত্ত্বের বিচারে নিখুঁত ছিল। ১২ বছর আগে এই ম্যাচ হয়েছিল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১১ সালের ১১ নভেম্বর ছিল সেই ম্যাচে তৃতীয় দিন। দিন, মাস, বছর সবই ১১। সেদিন সকাল ১১টা বেজে ১১ মিনিটে ম্যাচ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান। টেস্ট ক্রিকেটের এত বছরে অন্য কোনও ম্যাচে এরকম নিখুঁত সংখ্যাতত্ত্ব আর দেখা যায়নি।
১২ বছর আগে আশ্চর্য ঘটনা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডি করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ। প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৫১ রান করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন ডেল স্টেইন। ৬৩ রান দিয়ে ৩ উইকেট নেন ভেরনন ফিল্যান্ডার। ৮২ রান দিয়ে ৩ উইকেট নেন মর্নি মর্কেল। এরপর মাত্র ৯৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার স্মিথ (৩৭) ও জ্যাক রুডলফ (১৮) ছাড়া কেউই ২ অঙ্কের রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন শেন ওয়াটসন। ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন রায়ান হ্যারিস। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার আরও বড় ব্যাটিং বিপর্যয় হয়। মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যান রিকি পন্টিংরা। নাথান লিয়ন (১৪) ও পিটার সিডল (অপরাজিত ১২) ছাড়া কেউই ২ অঙ্কের রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫ রান দিয়ে ৫ উইকেট নেন ফিল্যান্ডার। ৯ রান দিয়ে ৩ উইকেট নেন মর্কেল। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন স্টেইন। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের দরকার ছিল ২৩৬ রান। তৃতীয় দিনেই জয় তুলে নেন স্মিথরা। ১০১ রান করে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ১১২ রান করেন হাশিম আমলা।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া লড়াই
এবারের ওডিআই বিশ্বকাপে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমি-ফাইনালে লড়াই হবে এই ২ দলের।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Afghanistan Cricket Team: সারা বিশ্বে ভালো বার্তা দিল আফগানিস্তান, মত হাশমাতুল্লাহ শাহিদির
ICC World Cup 2023: বিশ্বকাপ উপলক্ষে গেটওয়ে অফ ইন্ডিয়ায় লাইট অ্যান্ড সাউন্ড, ভাইরাল ভিডিও