বাবা হচ্ছেন কে এল রাহুল, স্ত্রী আথিয়া শেট্টি দিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর

Published : Nov 08, 2024, 07:48 PM ISTUpdated : Nov 08, 2024, 08:21 PM IST
Athiya Shetty

সংক্ষিপ্ত

ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না কে এল রাহুল। তবে ব্যক্তিগত জীবনে ভালো খবর পেলেন এই ক্রিকেটার।

আগামী বছর বাবা হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার কে এল রাহুল। শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। তিনি জানিয়েছেন, ২০২৫ সালে মা হতে চলেছেন। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা-সহ অনেকেই আথিয়া ও রাহুলকে অভিনন্দন জানাচ্ছেন। রাহুল এখন দেশে নেই। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় এ দলের হয়ে বেসরকারি টেস্ট ম্যাচে খেলছেন এই ব্যাটার। তিনি দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। তবে এরই মধ্যে ভালো খবর দিলেন আথিয়া। জাতীয় দলের সতীর্থ, অনুরাগীরা রাহুলকে অভিনন্দন জানাচ্ছেন। ক্রিকেট ও বলিউডের সঙ্গে যুক্ত অনেকেই আথিয়াকেও অভিনন্দন জানাচ্ছেন।

রাহুলের পারফরম্যান্সে প্রভাব পড়বে?

সম্প্রতি একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না রাহুল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০ রান করেন রাহুল। অনুরাগীদের আশা, সন্তানের জন্মের খবর পাওয়ার পর এবার হয়তো ফর্মে ফিরতে পারেন এই ব্যাটার। বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলার সুযোগ পেলে ভালো ব্যাটিং করার চেষ্টা করবেন রাহুল

 

 

বিয়ের প্রায় ২ বছর পর আথিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর

২০২৩ সালের ২৩ জানুয়ারি মহারাষ্ট্রের খান্ডালায় আথিয়ার বাবা বলিউড তারকা সুনীল শেট্টির বিলাসবহুল খামার বাড়িতে বিয়ে হয়। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধুরা হাজির ছিলেন। বলিউড তারকা ও ক্রিকেটারদের মধ্যে অনুপম খের, ইশান্ত শর্মা, অংশুলা কাপুর, কৃষ্ণা শ্রফ হাজির হন। বিরাট-অনুষ্কারা থাকতে পারেননি। বিয়ের প্রায় ২ বছর পর এবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন আথিয়া। তবে তিনি কবে মা হতে চলেছেন, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মা হতে পারেন আথিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাথরোব জড়িয়ে এ কী করছেন আথিয়া, বউকে আদরে- চুমুতে ভরিয়ে দিলেন রাহুল

ডিনার ডেটে গেলেন রাহুল- আথিয়া, বিয়ের পর প্রথমবার রেস্তোরাঁয় সামনে পোজ দিলেন নবদম্পতি

প্রেমিকা আথিয়া শেট্টিকে নিয়ে হঠাৎ জার্মানি গেলেন কেএল রাহুল, কারণটা কী

PREV
click me!

Recommended Stories

রোহিত ও কোহলি; টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোরাররা
'ভারত-পাকিস্তান ম্যাচ না হলেই তো...' টি-২০ বিশ্বকাপ বানচাল করার ছক রশিদ লতিফের