Published : Aug 05, 2025, 04:02 PM ISTUpdated : Aug 05, 2025, 04:04 PM IST
India tour of England, 2025: এবারের ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে ভারতীয় দল। সোমবার কেনিংটন ওভালে (Kennington Oval) ম্যাচের শেষ দিন স্মরণীয় জয় পেয়েছেন মহম্মদ সিরাজরা (Mohammed Siraj)।
ব্রিটিশরা নিজেদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে, ব্যর্থতায় অজুহাত দেয়, সেই পথেই হাঁটছেন মাইকেল ভন
ইংল্যান্ডের হারের পর অজুহাত মাইকেল ভনের
কেনিংটন ওভালে ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ইংল্যান্ড। রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়ে সিরিজ ড্র করেছে ভারতীয় দল। মহম্মদ সিরাজের অসাধারণ বোলিংয়ে ৬ রানে জয় এসেছে। এই হারের জ্বালা সহ্য করতে পারছেন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি অজুহাত দিতে শুরু করেছেন।
DID YOU KNOW ?
ভারত-ইংল্যান্ড সিরিজ ড্র
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। এবারের সিরিজও ব্যতিক্রম হল না।
কাঁধের চোটের জন্য ওভাল টেস্টে খেলতে পারেননি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও অধিনায়ক বেন স্টোকস। ফিটনেস-সমস্যায় খেলেননি ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা। তা সত্ত্বেও জয় পেয়েছে ভারত। কিন্তু স্টোকসের না খেলাকে অজুহাত হিসেবে খাড়া করছেন মাইকেন ভন। তাঁর দাবি, ওভালে পঞ্চম দিন স্টোকস মাঠে বা ড্রেসিংরুমে থাকলে এই ম্যাচে জয় পেত ইংল্যান্ড।
৬
৬ রানে জয় ভারতের
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচের শেষ দিন প্রথম সেশনে ৬ রানে জয় পেল ভারতীয় দল।
36
বেন স্টোকস খেলা সত্ত্বেও এই সিরিজের দ্বিতীয় ম্যাচে কীভাবে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত?
মাইকেল ভনের অজুহাতের শেষ নেই
সোমবার ওভাল টেস্টে ভারতীয় দল জয় পাওয়ার পর এক সাক্ষাৎকারে মাইকেল ভন বলেন, ‘আজ সকালে যদি বেন স্টোকস দলে থাকত, তাহলে ইংল্যান্ড এই টেস্ট ম্যাচ জিতে যেত। ও দলে বিরাট ভূমিকা পালন করে। ও দলের সবার মানসিকতা বদলে দেয়।’ কিন্তু স্টোকস যে ম্যাচগুলিতে খেলেছেন, সব ম্যাচে জয় পায়নি ইংল্যান্ড। ভারতীয় দল ম্যাচ জিতেছে, ড্র করেছে। সেই ম্যাচগুলি নিয়ে কোনও মন্তব্য করছেন না ভন।
ওভাল টেস্টের শেষ দিন ভয় পেয়ে হেরে গিয়েছে ইংল্যান্ড, স্বীকার করেছেন মাইকেল ভন
'ভয় পেয়ে হেরে গিয়েছে ইংল্যান্ড'
ওভাল টেস্টে ইংল্যান্ডের হার প্রসঙ্গে মাইকেল ভন আরও বলেছেন, ‘আজ সকালের খেলা দেখুন, ইংল্যান্ড দল আতঙ্কিত হয়ে পড়েছিল। ওদের শুধু একটা পার্টনারশিপ দরকার ছিল। ওরা যেভাবে খেলতে পারে, সেভাবে খেলতে পারেনি। ওরা আতঙ্কের কারণেই খেলতে পারল না। ওরা প্রচণ্ড আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে।’
56
ভারতীয় দল জসপ্রীত বুমরার বিকল্প খুঁজে পেয়েছে, বেন স্টোকসের অভাব অনুভব করেছে ইংল্যান্ড
বেন স্টোকসের বিকল্প খুঁজে পায়নি ইংল্যান্ড
জসপ্রীত বুমরা খেলতে না পারলেও, অভাব পূরণ করে দিয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপরা। কিন্তু ইংল্যান্ড দলে বেন স্টোকসের জায়গা নেওয়ার মতো কেউ ছিলেন না। এই কারণেই ওভাল টেস্টে লড়াই করে জয় পেল ভারতীয় দল। সুবিধাজনক জায়গায় পৌঁছে যাওয়ার পরেও হেরে গেল ইংল্যান্ড।
66
ওভাল টেস্টে অধিনায়ক হিসেবে বেন স্টোকসের জায়গা নিতে পারলেন না অলি পোপ
অলি পোপের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন
বেন স্টোকস না খেলায় ওভাল টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে খেলেন অলি পোপ। কিন্তু তিনি অধিনায়ক হিসেবে ছাপ ফেলতে পারলেন না। আক্রমণাত্মক খেলা খেলতে গিয়ে হেরে গেল ইংল্যান্ড। মহম্মদ সিরাজের বোলিংয়ের গতি এবং প্রসিদ্ধ কৃষ্ণর স্যুইং সামাল দিতে পারলেন না ইংল্যান্ডের ব্যাটাররা।