Babar Azam: লক্ষ্য টি-২০ বিশ্বকাপ, ফের সাদা বলের ফর্ম্যাটে বাবরকে অধিনায়কত্ব ফেরাল পিসিবি

Published : Mar 31, 2024, 11:27 AM ISTUpdated : Mar 31, 2024, 12:22 PM IST
PCB-re-appoints-Babar-Azam-as-white-ball-capital

সংক্ষিপ্ত

পাকিস্তান ক্রিকেট বোর্ডে গত কয়েক মাসে অনেক রদবদল, ডামাডোল দেখা গিয়েছে। পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দলেও অনেক বদল দেখা যাচ্ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডে নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করতেই সিনিয়র দলের অধিনায়কত্বেও বদল এল। টি-২০ বিশ্বকাপের আগে বাবর আজমকে সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে ফেরালেন নতুন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। গত বছর ওডিআই বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়েন বাবর। টেস্ট ও সাদা বলের ফর্ম্যাটে নতুন অধিনায়ক নিয়োগ করে পিসিবি। কিন্তু তাতে সাফল্য আসেনি। সেই কারণেই বাবরকে সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে ফেরানো হল। পিসিবি-র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, ‘বাবর আজমকে সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। পিসিবি-র নির্বাচক কমিটির সদস্যরা সর্বসম্মতির ভিত্তিতে বাবরকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করার সুপারিশ করেন। এরপরেই পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বাবরকে ওডিআই, টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক নিয়োগ করার কথা জানান।’

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে পিসিবি

১ জুন শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে এই টুর্নামেন্ট। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে বাবরের নেতৃত্বে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। পয়েন্ট তালিকায় ৫ নম্বরে থেকে লিগ পর্যায় থেকেই বিদায় নেয় পাকিস্তান। এবার টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া পাকিস্তান। সেই কারণেই বাবরকে অধিনায়ক হিসেবে ফেরানো হল। গত এক দশকে পাকিস্তানের সেরা ব্যাটার বাবর। অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন তিনি। এই কারণেই টি-২০ বিশ্বকাপের আগে অন্য কারও উপর ভরসা রাখতে পারছে না পিসিবি।

 

 

একই গ্রুপে ভারত-পাকিস্তান

গত এক দশক ধরে আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হচ্ছে। এবারের টি-২০ বিশ্বকাপেও এর ব্যতিক্রম হচ্ছে না। ৯ জুন নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচই টি-২০ বিশ্বকাপের সেরা আকর্ষণ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটপ্রেমীরাও এই ম্যাচ নিয়ে উত্তেজিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Babar Azam: অস্ট্রেলিয়া সফরে ফের ব্যর্থতা, বাবর আজমকে নিয়ে হতাশ অনুরাগীরা

ICC ODI Rankings: বিশ্বকাপের পর কোনও ম্যাচ না খেলেই ফের ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর আজম

Babar Azam: 'অতিমারীর পরেও বদলায়নি,' ব্যাটিং গড় নিয়ে বাবর আজমকে কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড