Pakistan Cricket: বিশ্বকাপে নামার আগেই বেতন বাড়ল পাক ক্রিকেটারদের, বাবর আজ়ম থেকে রিজওয়ান কে পাবেন কত টাকা?

Published : Sep 28, 2023, 11:49 AM IST
Babar Azam and Iftikhar Ahmed

সংক্ষিপ্ত

পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বাবর আজ়ম থেকে মহম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি সকলেরই বেতন বৃদ্ধি হবে।

বিশ্বকাপের আগেই সুখবর, বেতন বাড়ল বাবর আজ়মদের। ভারতে বিশ্বকাপ খেলতে এসেই নতুন কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে তাঁদের সেই প্রস্তাব অনুযায়ী রাজিও হয়েছে পাক ক্রিকেটাররা। তাঁদের দাবি মতই বেতন বৃদ্ধি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বাবর আজ়ম থেকে মহম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি সকলেরই বেতন বৃদ্ধি হবে। ক্যাটেগরি অনুযায়ী বাকি ক্রিকেটারদেরও বেতন বেড়েছে।

কোন ক্রিকেটর কত টাকা পাবেন?

অধিনায়ক বাবর আজ়মের বেতন বেড়েছে ২০০ শতাংশ। মহম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিরা হ আফ্রিদির। প্রতি মাসে ১৩ লক্ষ টাকা পান। অর্থাৎ বছরে ১ কোটি ৫২ লক্ষ টাকা করে পাবেন তাঁরা।

ক্যাটাগরি অনুযায়ী কত টাকা বৃদ্ধি পাচ্ছে?

পাক ক্রিকেটরদের মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়।

  • ক্যাটাগরি এ - বাবর আজ়ম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি।
  • ক্যাটাগরি বি - ফখর জমান, হ্যারিস রউফ, ইমাম উল হক, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ ও শাদাব খান।
  • ক্যাটাগরি সি - ইমাদ ওয়াসিম ও আবদুল্লা শফিক।
  • ক্যাটাগরি ডি - ফাহিম আশরফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইহশানুল্লা, মহম্মদ হ্যারিস, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাইম আয়ুব, সলমন আঘা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহনওয়াজ দাহানি, শান মাসুদ, উসামা মির ও জামান খান।

ক্যাটাগরি এ-এর বেতন বেড়েছে ২০২ শতাংশ। ক্যাটেগরি বি-র বেতন বেড়েছে ১৪৪ শতাংশ। ক্যাটেগরি সি-তে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ১৩৫ শতাংশ ও ক্যাটেগরি ডি-তে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ১২৭ শতাংশ।

ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে টেস্ট ম্যাচের ফি ৫০ শতাংশ, ওয়ান ডে ম্যাচের ফি ২৫ শতাংশ ও টি-টোয়েন্টি ম্যাচের ফি ১২.৫ শতাংশ বাড়ানো হয়েছে।

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ফের ব্যর্থ শুবমান, দ্বিতীয় টি-২০ ম্যাচে হার ভারতের
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: আইপিএল নিলামের আগে ফর্মে ডি কক, মুল্লানপুরে জমজমাট লড়াই