Pakistan Cricket Team: ওডিআই বিশ্বকাপ খেলতে ৭ বছর পর ভারতে বাবর আজমরা

দীর্ঘ টালবাহানা, কূটনৈতিক টানাপোড়েন, ভিসা নিয়ে জটিলতার পর অবশেষে ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছে গেল পাকিস্তান ক্রিকেট দল। বুধবার হায়দরাবাদে এলেন বাবর আজমরা।

২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল। ৭ বছর পর ওডিআই বিশ্বকাপ খেলতে ফের ভারতে পা রাখলেন বাবর আজমরা। বুধবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান। বিমানবন্দরে সবচেয়ে বেশি আগ্রহ ছিল বাবরকে ঘিরে। ভারতে বেশ জনপ্রিয় পাকিস্তানের অধিনায়ক। তিনি হাসিমুখে পোজ দেন এবং ক্রিকেটপ্রেমীদের দিকে হাত নাড়েন। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হায়দরাবাদে এসেছেন 'চাচা ক্রিকেট' নামে পরিচিত চৌধুরী আবদুল জলিল। পাকিস্তান ক্রিকেট দল বিশ্বের যে প্রান্তেই খেলতে যায়, সেখানেই গ্যালারিতে দেখা যায় এই প্রবীণ ক্রিকেটপ্রেমীকে। ভারতেও এর আগে একাধিকবার এসেছেন তিনি। এদেশে তিনি অত্যন্ত জনপ্রিয়।

আপাতত ২ সপ্তাহ হায়দরাবাদে থাকছে পাকিস্তান দল। এখানেই ওডিআই বিশ্বকাপের মূলপর্বের খেলা শুরু হওয়ার আগে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর এখানেই বিশ্বকাপের প্রথম ২টি ম্যাচ খেলবেন মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা। এরপর আমেদাবাদে যাবে পাকিস্তান দল। ১৪ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ।

Latest Videos

 

 

এবারের ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দলে জায়গা পেয়েছেন- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফকর জামান, ইমাম-উল-হক, আবদুল্লা শফিক, মহম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিকার আহমেদ, সলমন আলি আগা, মহম্মদ নওয়াজ, উসামান মীর, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম। কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছেন নাসিম শাহ। এই দলের বেশিরভাগ ক্রিকেটারই এর আগে ভারতে খেলেননি। পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএল-এ খেলার সুযোগ পান না। ফলে এদেশের পরিবেশ-পরিস্থিতি অচেনা। যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে ইফতিকার, নওয়াজদের।

 

 

 

ওডিআই বিশ্বকাপ খেলতে আসার আগে দুবাইয়ে প্রস্তুতি শিবিরের পরিকল্পনা ছিল পিসিবি-র। কিন্তু ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়। তবে বুধবার সেই দুবাই হয়েই হায়দরাবাদে এল পাকিস্তান দল। এবারের বিশ্বকাপে লিগ পর্যায়ে হায়দরাবাদ, আমেদাবাদ, কলকাতা, বেঙ্গালুরু ও চেন্নাইয়ে ম্যাচ খেলবে পাকিস্তান। শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এরপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ওডিআই বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এখন আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। ওডিআই সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে শীর্ষে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তবে র‍্যাঙ্কিং নয়, বিশ্বকাপে যে দল ভালো পারফরম্যান্স দেখাবে তারাই চ্যাম্পিয়ন হবে।

 

 

আরও পড়ুন-

India Vs Australia: রোহিত-বিরাটের লড়াই সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে হার ভারতের

South Africa : শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ, তৈরি হচ্ছে দক্ষিণ আফ্রিকা

Tamim Iqbal: বাংলাদেশের সংবাদমাধ্যমে ফিটনেস নিয়ে মিথ্যা রটানো হয়েছে, দাবি তামিমের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia