আইপিএল-এর সময়েই পিএসএল সূচি ঘোষণা, চ্যাম্পিয়নস ট্রফির পর ফের মুখ পোড়াতে তৈরি পিসিবি

Published : Feb 28, 2025, 06:30 PM ISTUpdated : Feb 28, 2025, 06:50 PM IST
pakistan super league

সংক্ষিপ্ত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল টি-২০ লিগ আইপিএল। এই লিগের সঙ্গে পাকিস্তান সুপার লিগের কোনও তুলনাই চলে না। অথচ এবার আইপিএল চলাকালীন পাকিস্তানের টি-২০ লিগ হতে চলেছে।

বিশ্বের প্রথমসারির ক্রিকেটারদের পাওয়া যায়নি। যাঁরা আইপিএল-এ কোনও ফ্র্যাঞ্চাইজিতেই জায়গা পাননি, তাঁদের নিয়েই দল গঠন করতে হয়েছে। এবার আইপিএল চলাকালীনই আয়োজন করা হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে আর্থিকভাবে তো বটেই, সম্প্রচারের ক্ষেত্রেও ক্ষতির মুখে পড়তে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইপিএল-এ বিশ্বের বিভিন্ন দেশের প্রথমসারির ক্রিকেটাররা খেলছেন। কারণ, এই টি-২০ লিগে খেলে আর্থিকভাবে যেমন লাভবান হওয়া যায়, তেমনই প্রচারও পাওয়া যায়। পিএসএল সবদিক থেকেই পিছিয়ে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্তারাও সে কথা ভালোভাবেই জানেন। তা সত্ত্বেও তাঁরা আইপিএল-এর সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করছেন। পাকিস্তানে প্রায় তিন দশক পর আইসিসি ইভেন্ট হচ্ছে। কিন্তু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলিতে গ্যালারির সব দর্শক আসন পূর্ণ হচ্ছে না। পিএসএল-এও গ্যালারি ফাঁকা থাকতে পারে। ফলে ফের বিড়ম্বনার মুখে পড়তে চলেছে পিসিবি।

১১ এপ্রিল শুরু পিএসএল

২২ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত চলবে আইপিএল। এরই মাঝে ১১ এপ্রিল শুরু হচ্ছে পিএসএল। ফাইনাল হবে ১৮ মে। পাকিস্তানের টি-২০ লিগে বিদেশি ক্রিকেটার বলতে আছেন আইপিএল-এ দল না পাওয়া ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, রিশাদ হোসেন, রিলি রসোউ, লিটন দাস, ডেভিড উইলি, কাইল জেমিসনরা। সেখানে আইপিএল-এ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-সহ বিভিন্ন দেশের প্রথমসারির ক্রিকেটাররা খেলবেন। ফলে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা আইপিএল ছেড়ে পিএসএল ম্যাচে চোখ রাখবেন না। পিসিবি কর্তারা হয়তো বুঝতে পেরেছেন, বছরের যে সময়েই পিএসএল আয়োজন করুন না কেন, আর্থিক ক্ষতি হবে। এই কারণে আইপিএল চলাকালীন এই লিগ আয়োজন করতে চাইছেন। তাতে অন্তত আর্থিক ক্ষতির অজুহাত খাড়া করা যাবে। নিজেদের ব্যর্থতার জন্য আইপিএল-কে দায়ী করা যাবে।

সবদিক থেকেই পিছিয়ে পিএসএল

৬ দলের লিগ পিএসএল-এ লিগ পর্যায়ে মোট ৩০টি ম্যাচ হবে। এরপর কোয়ালিফায়ার, এলিমিনেটর ১, এলিমিনেটর ২, ফাইনাল হবে। আইপিএল-এর তুলনায় পিএসএল-এ ম্যাচের সংখ্যা অনেক কম। ফলে আকর্ষণও যে কম থাকবে সেটাই স্বাভাবিক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শুরু, ৭ বছর পর ফের এক দলে ধোনি-অশ্বিন

আইপিএল-এ খেলে রোজগার করতে হবে, ভারত অন্যায্য সুবিধা পাচ্ছে বলার পরেই বয়ান বদল কামিন্সের

সরকারিভাবে সূচি ঘোষণা, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হচ্ছে কলকাতায়

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে