ঠিক তিন সপ্তাহ পর শুরু হচ্ছে আইপিএল ২০২৫। ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা যখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে লড়াই করছেন, তখনই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
দীর্ঘদিন পর ফের আইপিএল-এ একই দলে মহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দ্রন অশ্বিন। একসময় জাতীয় দল ও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনির অন্যতম ভরসা ছিলেন অশ্বিন। এই দুই তারকা ২০১০ ও ২০১১ সালে পরপর দু'বার আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। কয়েক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ধোনি। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অশ্বিন। ফলে এই দুই তারকা এখন খোলা মনে শুধু আইপিএল-এ খেলবেন। ২০১৫ মরসুম পর্যন্ত সিএসকে-র হয়ে খেলেন অশ্বিন। ২০১৬ ও ২০১৭ মরসুমে রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে খেলার পর ২০১৮ সালে তিনি পাঞ্জাব কিংসে যোগ দেন। ১০ বছর পর তিনি পুরনো দলে ফিরলেন। ধোনি অবশ্য কোনওদিনই সিএসকে ছাড়েননি। এই ফ্র্যাঞ্চাইজি যখন নির্বাসিত ছিল, তখন পুণের হয়ে খেলতে বাধ্য হওয়া ছাড়া বাকি সব মরসুমেই সিএসকে-র হয়ে খেলেছেন ধোনি। তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন নেই। সিএসকে ম্যানেজমেন্ট, কোচ, সাপোর্ট স্টাফ, ক্রিকেটারদের কাছে ধোনির জন্য আলাদা সম্মানের জায়গা রয়েছে। অশ্বিনও ধোনির বিশেষ আস্থাভাজন হিসেবে পরিচিত। এখন আর সিএসকে-র অধিনায়ক নন ধোনি। তিনি রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু এখনও ধোনিই সিএসকে-র প্রধান মুখ। এই কারণে ধোনির দলে ফের খেলার সুযোগ পেয়ে খুশি অশ্বিন।
পুরনো দলে ফিরে খুশি অশ্বিন
আইপিএল ২০২৫-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএসকে। ধোনি আগেই নিজের শহর রাঁচিতে অনুশীলন শুরু করে দিয়েছিলেন। এবার তিনি দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। অশ্বিন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাস দুয়েক আগে। ফলে তিনি খেলার মধ্যেই আছেন। এই অফ-স্পিনারও প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। সিএসকে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রস্তুতি শিবিরের ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একসঙ্গে মাঠে নেমে জগিং করছেন ধোনি ও অশ্বিন। পুরনো দলে ফেরা প্রসঙ্গে অশ্বিন বলেছেন, ‘বলা হয়, জীবন বৃত্তের মতো। আমি ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি। আমি সবসময় এই ফ্র্যাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞ। আমি সিএসকে থেকে যা শিখেছি সেসব আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে এতদূর যেতে সাহায্য করেছে। ১০ বছর আগে আমি শেষবার সিএসকে-র হয়ে খেলেছি।’
পুরনো দলে ফিরে নস্ট্যালজিক অশ্বিন
এক দশক পর পুরনো দলে ফিরে নস্ট্যালজিক হয়ে পড়েছেন এই অফ-স্পিনার। তিনি বলেছেন, ‘আমার জন্য দাম ঠিক করা হয়েছে, সিএসকে আমাকে কিনেছে। সেসব ঠিক আছে। কিন্তু আমি নস্ট্যালজিক হয়ে পড়েছি। কারণ, ২০১১ সালের আইপিএল-এর নিলামে যেভাবে অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়াই করে সিএসকে আমাকে কিনেছিল, এবারও সেভাবেই আমাকে কিনেছে। আমার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। আমার বিশেষ অনুভূতি হচ্ছে। আমি সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি রাজস্থান রয়্যালসের হয়ে যখন চেন্নাইয়ের মাঠে খেলেছি, তখন দেখেছি আমি যখন বোলিং করেছি বা ব্যাটিং করেছি তখন সিএসকে সমর্থকরা চিৎকার করে উৎসাহ দেননি। সিএসকে-তে ফিরে আমি খুব খুশি। সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি। এম এস ধোনির সঙ্গে খেলব। রুতুরাজ গায়কোয়াড়ের অধীনে খেলব।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ম্যাচ ফিট হওয়ার জন্য প্রস্তুতি শুরু, আইপিএল-এ নতুন ব্যাট নিয়ে খেলবেন ধোনি
সরকারিভাবে সূচি ঘোষণা, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হচ্ছে কলকাতায়
এবারের আইপিএল-এ আরসিবি-র অধিনায়ক রজত পতিদার, পাশে দাঁড়ালেন বিরাট কোহলি
