Pakistan Cricket: ২৩২ বছরের রেকর্ড ভাঙল পাকিস্তান ক্রিকেটে, প্রথম শ্রেণির ক্রিকেটে নয়া ইতিহাস

Published : Jan 18, 2026, 02:47 PM IST
Pakistan Cricket: ২৩২ বছরের রেকর্ড ভাঙল পাকিস্তান ক্রিকেটে, প্রথম শ্রেণির ক্রিকেটে নয়া ইতিহাস

সংক্ষিপ্ত

Pakistan Cricket:  শনিবার, করাচিতে প্রেসিডেন্টস ট্রফির ম্যাচে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) বিরুদ্ধে পাকিস্তান টিভি এই জয় ছিনিয়ে নেয়। প্রথমে ব্যাট করে পিটিভি ৩৯ রান করে। 

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে ভাঙল ২৩২ বছরের রেকর্ড। নেপথ্যে পাকিস্তান টিভি ক্রিকেট দল। তারা ২৩২ বছরের পুরনো রেকর্ডকে কার্যত, ভেঙে দিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করে এই জয় পেয়েছে তারা। 

শনিবার, করাচিতে প্রেসিডেন্টস ট্রফির ম্যাচে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) বিরুদ্ধে পাকিস্তান টিভি এই জয় ছিনিয়ে নেয়। প্রথমে ব্যাট করে পিটিভি ৩৯ রান করে। এরপর ৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে, এসএনজিপিএল মাত্র ৩৭ রানেই অলআউট হয়ে যায়। 

পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের দল এই লজ্জাজনক পরাজয়ের শিকার হয়। এর আগের রেকর্ডটি ছিল ১৭৯৪ সালে, লর্ডসে এমসিসি-র বিরুদ্ধে ওল্ডফিল্ডের। যারা ৪১ রান ডিফেন্ড করতে নেমেছিল। 

এই ম্যাচে, বাঁ-হাতি স্পিনার আলি উসমান মাত্র ৯ রান দিয়ে ৬ উইকেট নেন এবং বাকি চারটি উইকেট নেন পেসার আমাদ বাট। পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মাসুদ মাত্র দুই বল খেলে কোনও রান না করেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এসএনজিপিএল-এর হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন সইফুল্লাহ বঙ্গাশ। তিনজন ব্যাটার শূন্য রানে আউট হন। কোনও ব্যাটারই ৩৫ বলের বেশি খেলতে পারেননি এদিন। 

প্রথম ইনিংসে ২৩৮ রান করে এসএনজিপিএল ৭২ রানের লিড নেয়। অন্যদিকে, প্রথম ইনিংসে পিটিভি ১৬৬ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে পিটিভি মাত্র ১১১ রান করতে সক্ষম হয়। মাত্র ৪০ রানের লিড নিয়ে তাদের পরাজয় যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই অবিস্মরণীয়ভাবে ম্যাচে ফিরে আসে সেই দল।

 

]

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই: টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতীয় দলের
টি-২০ বিশ্বকাপ ২০২৬: কোন ৫ জন ক্রিকেটার ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন?