অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে খেলেছিলেন, ফের সরে যাওয়ার ঘোষণা মহম্মদ আমিরের

Published : Dec 14, 2024, 03:22 PM ISTUpdated : Dec 14, 2024, 04:04 PM IST
Mohammad Amir

সংক্ষিপ্ত

পাকিস্তানের বিতর্কিত পেসার মহম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেটে যেমন ভালো পারফরম্যান্স দেখিয়েছেন, তেমনই বিতর্কেও জড়িয়ে পড়েছেন। এই পেসার এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাচ্ছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফের অবসর ঘোষণা করলেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির। এর আগেও তিনি অবসরের কথা জানিয়েছিলেন। তবে অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে খেলেন এই পেসার। তার আগে এ বছরের মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলেন আমির। ৩ বছর ৮ মাস পর ফের জাতীয় দলের হয়ে খেলেন তিনি। টি-২০ বিশ্বকাপে অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই পেসার। ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নেন আমির। টি-২০ বিশ্বকাপে বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। ফলে আমিরের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সুখকর হয়নি। এ বছরের জুনে পাকিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলে আমির। শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন এই পেসার।

নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন আমির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়া পোস্টে আমির লিখেছেন, ‘অনেক ভাবনা-চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কখনও কঠিন নয়। তবে এই সিদ্ধান্ত নিতেই হয়। আমার মনে হয়েছে, পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য এটাই উপযুক্ত সময়। দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবসময় সবচেয়ে বড় সম্মান। আমি পিসিবি, পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সবসময় ভালোবাসা ও সাহায্য পেয়েছি।’

 

 

বিতর্কিত কেরিয়ার শেষ

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমিরের। ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট-ফিক্সিংয়ের ঘটনায় জড়িয়ে পড়েন এই পেসার। এরপর তাঁকে জেলে যেতে হয়। ক্রিকেট থেকে নির্বাসিতও হন আমির। নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটান এই পেসার। তিনি ক্রিকেটের ৩ ফর্ম্যাট মিলিয়ে ২৭১ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে ৩৬ ম্যাচ খেলে ১১৯ উইকেট নিয়েছেন এই পেসার। ওডিআই ফর্ম্যাটে ৬১ ম্যাচ খেলে ৮১ উইকেট নিয়েছেন তিনি। টি-২০ ফর্ম্যাটে ৬২ ম্যাচ খেলে ৭১ উইকেট নিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ব্রিসবেনের আবহাওয়া নিয়ে আশঙ্কাই সত্যি হল, গাব্বা টেস্টের প্রথম সেশনেই খেলায় বিঘ্ন

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান, আইপিএল-এর আগে কেকেআর-কে স্বস্তি দিচ্ছেন রাহানে

হাইব্রিড মডেলেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, পাল্টা টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না পিসিবি

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে