সংক্ষিপ্ত

বৃষ্টির সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের বোধহয় শত্রুতা আছে। রোহিত শর্মারা বিশ্বের যে প্রান্তেই খেলতে যান না কেন, তাঁদের ম্যাচ বা সিরিজে বিঘ্ন ঘটাচ্ছে বৃষ্টি।

ব্রিসবেনের দ্য গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের শুরুটা ভালোভাবে হল না। প্রথম সেশনে বৃষ্টির জন্য দু'বার খেলায় বিঘ্ন ঘটল। প্রথমে অস্ট্রেলিয়ার ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। আধঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর বৃষ্টি থামায় ফের শুরু হয় খেলা। কিন্তু দিনের ১৪-তম ওভারে ফের বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেল। দিনের প্রথমে সেশনে আর খেলা শুরু করা সম্ভব হল না। মধ্যাহ্নভোজের বিরতির সময় অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৮। এখনও পর্যন্ত ১৩.২ ওভার খেলা হয়েছে। ১৯ রান করে অপরাজিত অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। ৪ রান করে অপরাজিত অপর ওপেনার নাথান ম্যাকস্যুইনি।

আবহাওয়ার সুযোগ নিতে পারবেন ভারতের পেসাররা?

ব্রিসবেনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সে কথা মাথায় রেখেই এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে ভারতীয় দলের বোলিং বিভাগে জোড়া বদল করা হয়েছে। হর্ষিত রানা ও রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাডেজা ও আকাশ দীপ। কিন্তু দিনের প্রথম সেশনে পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিতে পারলেন না ভারতের পেসাররা। ভারতীয় দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা ৬ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ৮ রান দিয়েছেন। মহম্মদ সিরাজ ৪ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ১৩ রান দিয়েছেন। আকাশ দীপ ৩.২ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ২ রান দিয়েছেন। দ্বিতীয় সেশনে আবহাওয়ার সুযোগ নেওয়াই ভারতের পেসারদের লক্ষ্য।

দ্বিতীয় সেশনে কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ব্রিসবেনের সময় অনুযায়ী দুপুরে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে খেলায় ফের বিঘ্ন ঘটতে পারে। তবে ব্যাটিং করতে হচ্ছে না বলে ভারতীয় দল আবহাওয়া নিয়ে খুশি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দলে ফিরলেন জাডেজা-আকাশ দীপ, ব্রিসবেন টেস্টে দলে জিতে ফিল্ডিং ভারতের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান, আইপিএল-এর আগে কেকেআর-কে স্বস্তি দিচ্ছেন রাহানে

হাইব্রিড মডেলেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, পাল্টা টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না পিসিবি