PSL 2025: 'এত খাচ্ছেন! কিং তো পিচেই ঘুমিয়ে পড়বেন,' বিরিয়ানি খাওয়া নিয়ে বাবরকে ব্যঙ্গ ক্রিকেটপ্রেমীর

Published : Apr 11, 2025, 08:03 PM ISTUpdated : Apr 11, 2025, 08:25 PM IST
Babar Azam

সংক্ষিপ্ত

Pakistan Super League 2025: শুক্রবার পাকিস্তান সুপার লিগ ২০২৫-এর প্রথম ম্যাচ। তার আগেই ফিটনেস-সচেতনতা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন পেশোয়ার জালমি দলের অধিনায়ক বাবর আজম।

Peshawar Zalmi captain Babar Azam: আর্থিক সঙ্কটে ভোগা পাকিস্তানের প্রথমসারির ক্রিকেটাররাও লোভনীয় খাবার দেখে নিজেদের সামলে রাখতে পারেন না! ডায়েটের কোনও বালাই নেই। দিব্যি বিরিয়ানি খেয়ে নিলেন বাবর আজমরা (Babar Azam)। শুক্রবার শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League 2025)। উদ্বোধনী ম্যাচে খেলছে ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) ও লাহোর কলন্দর্স (Lahore Qalandars)। এই ম্যাচের আগে পেশোয়ার জালমি দলের (Peshawar Zalmi) সবার জন্য খাওয়ার ব্যবস্থা করেছিলেন চেয়ারপার্সন জাভেদ আফ্রিদি (Javed Afridi)। সেখানে অধিনায়ক বাবর ও অন্যান্য ক্রিকেটারদের জমিয়ে বিরিয়ানি খেতে দেখা গেল। পেশোয়ার জালমির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবরদের খাওয়ার ভিডিও শেয়ার করা হয়েছে। দলগত সংহতি গড়ে তোলার দাবি করা হলেও, ক্রিকেটপ্রেমীরা ফিটনেস-সচেতনতার অভাবের কথা বলছেন।

ডায়েট অনুসরণ করেন না পাকিস্তানের ক্রিকেটাররা?

পাকিস্তানের ক্রিকেটারদের রানিং বিটউইন দ্য উইকেটস, ফিল্ডিংয়ের মান নিয়ে বারবার সমালোচনা, হাসিঠাট্টা হয়েছে। কিন্তু তারপরেও তাঁদের হুঁশ ফেরেনি। শনিবার পিএসএল-এ নিজেদের প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের (Quetta Gladiators) মুখোমুখি হচ্ছে পেশোয়ার জালমি। তার ৪৮ ঘণ্টা আগে দলের সবাই জমিয়ে বিরিয়ানি খেলেন। অধিনায়ক বাবর দায়িত্ব নিয়ে সবার পাতে বেশি পরিমাণে বিরিয়ানি দেওয়ার ব্যবস্থা করলেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই বাবরকে ব্যঙ্গ করছেন। এক ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পিএসএল-এর আগে এত খাওয়া? কিং তো পিচেই ঘুমিয়ে পড়বেন! আর বিদেশি ক্রিকেটাররা…সর্বোত্তম কার্ব চ্যালেঞ্জে স্বাগত ভাইসব!’ আরও অনেকেই বাবরদের ব্যঙ্গ করছেন।

 

 

মুখ পুড়ছে পিসিবি-র

এবার আইপিএল (IPL 2025) চলাকালীন পিএসএল হচ্ছে। ফলে প্রথমসারির বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে যাননি। আইপিএল-এর বাতিল ক্রিকেটারদের নিয়েই হচ্ছে পিএসএল। পিসিবি কর্তারা যতই তাঁদের টি-২০ লিগের উন্নতির দাবি করুন না কেন, সত্যি কথা বলে দিয়েছেন মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজির কর্ণধার আলি খান তারিন। তাঁর স্পষ্ট কথা, পিসিবি কর্তারা ফাঁকা আওয়াজ দিচ্ছেন। পিএসএল-এর কোনও উন্নতিই হচ্ছে না।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা