বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২ বল খেলেই আউট, বাবর আজমের খারাপ ফর্ম অব্যাহত
বেশ কিছুদিন ধরেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও রান পেলেন না বাবর। তাঁর খারাপ ফর্ম নিয়ে চিন্তায় পাকিস্তান শিবির।
দেশের মাটিতে প্রথমবার টেস্ট ক্রিকেটে রান করার আগেই আউট হয়ে গেলেন বাবর আজম। তিনি টেস্টে সবমিলিয়ে অষ্টমবার রান করার আগেই আউট হয়ে গেলেন।
1112
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে রান করার আগেই আউট হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গের মুখে বাবর আজম
সোশ্যাল মিডিয়ায় অনেকে বাবর আজমকে 'জিম্বাবর' বলে কটাক্ষ করেন। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে বাবর দ্রুত আউট হয়ে যাওয়ার পর ফের ব্যঙ্গের মুখে পড়েছেন।
1212
এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার লক্ষ্যে পাকিস্তান দল
এখনও পর্যন্ত কোনওবারই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পাকিস্তান। এবারও অনেক পিছিয়ে বাবর আজমরা। তবে তাঁরা এবার ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন।