'ক্রিকেটের কিছুই বোঝেন না,' পিসিবি চেয়ারম্যানকে আক্রমণ তারকা ব্যাটারের

পাকিস্তান ক্রিকেটে কোনও কিছুই ঠিকঠাক চলছে না। দেশের মাটিতে টেস্ট ম্যাচে বাংলাদেশের কাছে হার পাকিস্তান ক্রিকেটের কঙ্কালসার চেহারা প্রকট করে দিয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে হারের পরেই পাকিস্তান ক্রিকেটে প্রবল ঝামেলা শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে সরাসরি আক্রমণ করলেন পাকিস্তানের ব্যাটার আহমেদ শাহজাদ। তাঁর দাবি, মিথ্যাচার করছেন নকভি। তিনি ক্রিকেটের কিছু বোঝেন না বলেও তোপ দেগেছেন শাহজাদ। তিনি 'এক্স' হ্যান্ডলে এক ভিডিও শেয়ার করে পিসিবি চেয়ারম্যানের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হারের পর সবাইকে চুপ করিয়ে রাখার জন্য বলেন, পাকিস্তান ক্রিকেটে অস্ত্রোপচার করবেন। কিন্তু আপনি তা করতে ব্যর্থ হয়েছেন। অতীতের পিসিবি চেয়ারম্যানদের মতোই আপনি মিথ্যা বলেছেন। আপনি কী মনে করেন? আপনি সময় কিনবেন? আপনি ভেবেছিলেন, টেস্ট সিরিজে বাংলাদেশকে হারানোর পর মানুষ কিছুটা শান্ত হয়ে যাবে। তখন আপনি ইচ্ছামতো বদল করতে পারবেন। কিন্তু সেটা হয়নি। ঠিক সময়ে পরিবর্তন না করলে এরকমই হয়।’

'পিসিবি চেয়ারম্যান কাপুরুষ'

Latest Videos

পিসিবি চেয়ারম্যানকে আক্রমণ করে শাহজাদ আরও বলেছেন, ‘আপনি ভয় পেয়ে গিয়েছেন। আপনি সিদ্ধান্ত নিতে পারেননি। আমাকে একজন বলেছিলেন, মহসিন নকভি সাহসী, দৃঢ়চেতা, চতুর ব্যক্তি। তিনি পিসিবি চেয়ারম্যান হওয়ার পর অসীম ক্ষমতাসম্পন্ন বলেও শুনেছিলাম। আরও শুনেছিলাম, যদি কেউ পিসিবি-তে বদল আনতে পারেন, তাহলে তিনি একমাত্র নকভি। কিন্তু আমরা এখনও পর্যন্ত সেই বদল দেখতে পাইনি। তিনি এখনও পর্যন্ত তাতে এটা স্পষ্ট হয়ে গিয়েছে মহসিন নকভির ক্রিকেট সম্পর্কে কোনও ধারণাই নেই।’

 

 

পিসিবি কর্তাদের তোপ শাহজাদের

শাহজাদ আরও বলেছেন, ‘যারা গত ১২-১৫ বছর ধরে পাকিস্তান ক্রিকেট চালাচ্ছে, তারাই এখনও যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে প্রথমবার টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ। আমি জীবনে কোনওদিন এই ঘটনা দেখিনি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে জয় বাংলাদেশের, ঘরের মাঠে মুখ পুড়ল পাকিস্তানের

টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছেন, অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলনে রোহিত, ভাইরাল ভিডিও

পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখাতে আগ্রহ নেই সম্প্রচারকারীদের! অর্ধেক অর্থে স্বত্ব দিতে হল পিসিবি-কে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ