সংক্ষিপ্ত
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটে হেরে গেল পাকিস্তান। টেস্ট ক্রিকেটে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা।
নিজেদের দেশে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ। পাকিস্তান সহজ জয় পাবে বলে আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু সেই ম্যাচে ১০ উইকেটে হেরে গেলেন বাবর আজমরা। রবিবার ম্যাচের পঞ্চম তথা শেষ দিন ৯ উইকেট হাতে নিয়ে খেলতে নেমে সারাদিন টিকতে পারল না পাকিস্তান দল। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। এরপর সহজেই বিনা উইকেটে ৩০ রান তুলে ম্যাচ জিতে নিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। ১৯৯৯ সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ২৫ বছর পর টেস্ট ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় জয় পেল বাংলাদেশ।
বাংলাদেশের নায়ক মুশফিকুর রহিম
রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশকে জেতালেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তিনি ১৯১ রান করেন। ওপেনার শাদমান ইসলাম করেন ৯৩ রান। মেহিদি হাসান মিরাজ করেন ৭৭ রান। উইকেটকিপার-ব্যাটার লিটন দাস করেন ৫৬ রান। মোমিনুল হক করেন ৫৬ রান। প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রান করে বাংলাদেশ। ১১৭ রানে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারল না পাকিস্তান। প্রথম ইনিংসে মহম্মদ রিজওয়ান (অপরাজিত ১১৭), সৌদ শাকিল (১৪১), সায়েম আয়ুব (৫৬) ভালো ব্যাটিং করেন। দ্বিতীয় ইনিংসে রিজওয়ান (৫১) ও আবদুল্লাহ শফিক (৩৭) ছাড়া কেউই বিশেষ লড়াই করতে পারলেন না। ফলে সহজ জয় পেল বাংলাদেশ।
আত্মতুষ্টির খেসারত দিল পাকিস্তান?
প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার খেসারত দিতে হল পাকিস্তানকে। বাংলাদেশকে হয়তো হাল্কাভাবে নিয়েছিল পাকিস্তান। এর ফল ভুগতে হল। দারুণ লড়াই করে জয় পেল বাংলাদেশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখাতে আগ্রহ নেই সম্প্রচারকারীদের! অর্ধেক অর্থে স্বত্ব দিতে হল পিসিবি-কে
'কফি উইথ করণের ঘটনার পর ভয় পেয়ে গিয়েছিলাম,' বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন রাহুল
'দেশের হয়ে খেলেছি এটাই সবচেয়ে বড় কথা,' অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শিখর ধাওয়ান