
PBKS vs CSK Live Updates: চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায়, আইপিএল-এর মহারণে (IPL 2025) মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস (Punjab Kings vs Chennai Super Kings)।
সেই ম্যাচেই টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল পাঞ্জাব। লাগাতার হারের ধাক্কা কাটিয়ে কি লড়াইতে ফিরতে পারবেন মহেন্দ্র সিং ধোনিরা (IPL 2025 Live Score)? তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। বিশেষ করে, চলতি টুর্নামেন্টে এই মুহূর্তে পয়েন্টস টেবিলে সবার শেষে রয়েছে চেন্নাই। ফলে, বোঝাই যাচ্ছে যে, এই ম্যাচেও পরাজিত হলে আরও বেকায়দায় পড়ে যাবে সিএসকে (PBKS vs CSK 2025 Dream 11 Prediction)।
অন্যদিকে, চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে আছে পাঞ্জাব। বলা চলে, অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজেও বেশ ভালো খেলছেন। স্বাভাবিকভাবেই, এদিনের ম্যাচেও জয় চাইবেন তারা। এই মুহূর্তে আইপিএল পয়েন্টস টেবিলে ৫ নম্বরে রয়েছেন তারা (IPL 2025 Points Table)।
অতএব, এদিনের ম্যাচে পাঞ্জাব দলের শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, আজমাতুল্লাহ ওমরজাই, যুযুবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং-এর দিকে নজর রাখতেই হবে। অন্যদিকে, চেন্নাইয়ের স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, খলিল আহমেদ এবং মাথিশা পাথিরানার দিকেও চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (PBKS vs CSK Live Update)।
দুটি দলের প্রথম একাদশে কারা কারা খেলছেন? (PBKS vs CSK First XI)?
পাঞ্জাব কিংসের প্রথম একাদশঃ প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার-ব্যাটার), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, হারপ্রীত ব্রার, মার্কো জ্যানসেন, আজমাতুল্লাহ ওমরজাই, সূর্যাংশ শেডগে, যুযুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং
ইমপ্যাক্ট সাবঃ প্রভসিমরান সিং, মুশির খান, বিজয়কুমার ভিশাক, জেভিয়ার বার্টলেট, প্রবীণ দুবে
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশঃ শাইক রশিদ আয়ুষ মাথরে, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, দীপক হুডা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার-ব্যাটার), নূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা
ইমপ্যাক্ট সাবঃ আনশুল কাম্বোজ, রবিচন্দ্রন অশ্বিন, কমলেশ নাগারকোটি, রামকৃষ্ণ ঘোষ, জেমিয়ে ওভারটন
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।