
Phil Salt IPL Final: বেঙ্গালুরু দলের অন্যতম তারকা ফিল সল্ট ফাইনালে হয়ত ফাইনালে নাও খেলতে পারেন। হটাৎ করেই এমন খবর আসছে। একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওপেনার ফিল সল্ট নাকি মঙ্গলবার, মাঠে নাও নামতে পারেন বলে শোনা যাচ্ছে।
জানা যাচ্ছে, ফিল সল্টের বান্ধবী অ্যাবি ম্যাকলাভেন এই মুহূর্তে সন্তানসম্ভবা। আর এই পরিস্থিতিতে, পরিবারের পাশে থাকতে ইংল্যান্ডে ফিরে যেতে পারেন তিনি। তবে এখনও পর্যন্ত আরসিবি-র তরফ থেকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে এমন খবরে রীতিমতো উদ্বেগ শুরু হয়ে গেছে বেঙ্গালুরু ফ্যানদের মধ্যে।
প্রসঙ্গত, ফাইনালের আগের দিন বেঙ্গালুরুর অনুশীলনে উপস্থিত ছিলেন না সল্ট। ফলে, ফাইনালের মতো ম্যাচে তিনি আদৌ খেলবেন কিনা, তা নিয়ে কিন্তু জল্পনা চলছেই। যদিও এই বিষয়ে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কোনও মন্তব্য করেননি আরসিবি হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
কিন্তু বিশেষজ্ঞমহলের ধারণা, বিপক্ষকে চাপে রাখতে হয়ত কৌশলগতভাবেই এমন ধোঁয়াশা তৈরি করছে বেঙ্গালুরু। যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিনি মঙ্গলবার ভোরে ফাইনালের জন্য ফিরে আসেন। আর এমন খবরেই স্বস্তিতে রয়েছে আরসিবি শিবির।
মোট ১২টি ম্যাচে তাঁর সংগ্রহ ৩৮৭ রান এবং গড় ৩৫.১৮। স্ট্রাইক রেট ১৭৫.৯০। বিরাট কোহলির সঙ্গে তাঁর ওপেনিং জুটি দলের অন্যতম ভরসার জায়গা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তিনি না খেললে নিঃসন্দেহে বেঙ্গালুরুর ব্যাটিং লাইন-আপ অনেকটাই দুর্বল হয়ে যাবে।
তবে শেষপর্যন্ত, অদি ফিল সল্ট খেলতা না পারেন, তাহলে তাঁর জায়গায় ময়াঙ্ক আগরওয়াল দলে আসতে পারেন। এছাড়া নিউজিল্যান্ড তারকা টিম সেইফার্টও রয়েছেন বেঙ্গালুরু দলে। যদিও তিনি এখনও পর্যন্ত কোনও ম্যাচই খেলেননি আরসিবি জার্সিতে। ঠিক সেই কারণে, ফাইনালের মতো ম্যাচে তাঁকে নামিয়ে কি আদৌ ঝুঁকি নিতে চাইবে বেঙ্গালুরু?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।