Women's T20 Cricket World Cup for the Blind 2025: এবারই প্রথম দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হয়। প্রথমবারেই এই টুর্নামেন্ট জিতে ইতিহাস গড়ল ভারতীয় দল। সারা দেশ দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের কুর্ণিশ জানাচ্ছে।
টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
কিছুদিন আগেই ভারতের সাধারণ মহিলা ক্রিকেট দল প্রথমবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এরপর দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল প্রথমবার আয়োজিত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চ্যাম্পিয়ন ক্রিকেটারদের প্রশংসা করেছেন এবং তাঁদের সংবর্ধনা দিয়েছেন।
DID YOU KNOW ?
মহিলা ক্রিকেটে সাফল্য
ভারতের সাধারণ মহিলা ক্রিকেট দল ওডিআই বিশ্বকাপ জেতার পর দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপ জিতেছে।
26
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ দৃষ্টিহীন ক্রিকেটারদের
প্রধানমন্ত্রীর বাসভবনে মহিলা ক্রিকেটাররা
বৃহস্পতিবার নয়দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান চ্যাম্পিয়ন দৃষ্টিহীন ক্রিকেটাররা। সেখানে তাঁদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তিনি চ্যাম্পিয়ন ক্রিকেটারদের নিজের হাতে করে লাড্ডু খাইয়ে দেন। দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সবার স্বাক্ষর করা ব্যাট উপহার দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের সবার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
১
প্রথমবার দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ।
এবারই প্রথম দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হয়। প্রথমবারেই খেতাব জিতল ভারতীয় দল।
36
সাধারণ পরিবার থেকে উঠে আসা দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররাই দেশকে গর্বিত করে তুললেন
দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের অসামান্য সাফল্য
ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের বেশিরভাগ সদস্যই গ্রামাঞ্চল থেকে উঠে এসেছেন। তাঁদের পরিবারের পেশা কৃষিকাজ। দরিদ্র পরিবার থেকে উঠে আসা দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের পক্ষে সাফল্য পাওয়া সহজ ছিল না। কিন্তু তাঁরা সাংস্কৃতিক ও পারিবারিক বাধা কাটিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সাফল্য এনে দিয়েছেন।
বিভিন্ন রাজ্যের দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররা একত্রিত হয়ে দেশকে সাফল্য এনে দিয়েছেন
ঐক্যবদ্ধ লড়াইয়ে সাফল্য
ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক দীপিকা টি সি ও সহ-অধিনায়ক গঙ্গা কদম বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ওড়িশার ময়ূরভঞ্জের মেয়ে বাসন্তী হাঁসদাও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতীয় দলের বাকিরাও অবদান রাখার চেষ্টা করেছেন।
56
অপরাজিতভাবে প্রথম দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল
ফাইনালে নেপালের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখান দৃষ্টিহীন ক্রিকেটার খুলা শরীর
খুলা শরীরের দুর্দান্ত পারফরম্যান্স
ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক দীপিকা। প্রথমে ব্যাটিং করতে নেমে নেপাল পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রান করে। এই রান তাড়া করতে নেমে ১২.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। ব্যাট হাতে সেরা পারফরম্যান্স দেখান খুলা শরীর। তিনি ২৭ বল খেলে ৪৪ রান করে অপরাজিত থাকেন।