ওভালে আগুনে বোলিং কৃষ্ণ-সিরাজের, তারপরেও ভারতের রান টপকে গেল ইংল্যান্ড

Published : Aug 01, 2025, 09:33 PM ISTUpdated : Aug 01, 2025, 10:00 PM IST
Anshul Kamboj and Prasidh Krishna

সংক্ষিপ্ত

England vs India: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে ভালো জায়গায় নেই ভারতীয় দল। ম্যাচের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ভারতের রান টপকে গেল ইংল্যান্ড। বৃষ্টির জন্য বারবার খেলায় বিঘ্ন ঘটাচ্ছে বৃষ্টি।

DID YOU KNOW ?
সমতা ফেরানোর লক্ষ্যে ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ১-২ পিছিয়ে ভারতীয় দল। সমতা ফেরানোর লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণরা।

India tour of England, 2025: নিজেকে ফের প্রমাণ করলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। ভারতের বোলিং লাইনআপকে নেতৃত্ব দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কিন্তু তা সত্ত্বেও কেনিংটন ওভালে (Kennington Oval) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পিছিয়ে পড়ল ভারতীয় দল। এই ম্যাচের প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। জবাবে দ্বিতীয় দিন বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার সময় প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ২৪২। ইতিমধ্যেই ভারতের চেয়ে ১৮ রানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। ৪৯ বলে ৪৮ রান করে অপরাজিত হ্যারি ব্রুক (Harry Brook)। ২ বল খেলে এখনও রান করতে পারেননি জশ টাং (Josh Tongue)।

ব্রুকের উইকেটের লক্ষ্যে ভারত

ইংল্যান্ডের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ১৫ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৮৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সিরাজ। ১৪ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৬০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কৃষ্ণ। ১৭ ওভার বোলিং করে ৮০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আকাশ দীপ (Akash Deep)। এখনও পর্যন্ত ২ ওভার বোলিং করে ১১ রান দিয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।

সিরিজে সমতা ফেরাতে পারবে ভারত?

শুক্রবার ভারতের প্রথম ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। লোয়ার-মিডল অর্ডার ও লোয়ার-অর্ডারের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ম্যাচের সবে দ্বিতীয় দিন। বৃষ্টি খুব বেশি বিঘ্ন না ঘটালে এই ম্যাচের ফল হবে। ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester Test) ড্র করে কৃতিত্বের পরিচয় দিয়েছেন ভারতের ব্যাটাররা। কিন্তু সিরিজে সমতা ফেরাতে হলে ওভাল টেস্ট জিততেই হবে। সেটা করতে হলে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের অনেক ভালো পারফরম্যান্স দেখাতে হবে। পাশাপাশি প্রথম ইনিংসের মতোই ভালো বোলিং করতে হবে কৃষ্ণদের। একমাত্র তাহলেই মাথা উঁচু করে ইংল্যান্ড থেকে দেশে ফিরতে পারবে ভারতীয় দল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ চলছে
ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খুব বেশি খেলে না। তবে এবারের ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট ম্যাচ খেলছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম