
Kennington Oval: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২২৪ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট হয়ে গেল ভারত। ৬৯.৪ ওভার স্থায়ী হল ভারতের প্রথম ইনিংস। সর্বাধিক ৫৭ রান করেন দলে ফেরা করুণ নায়ার (Karun Nair)। দ্বিতীয় সর্বাধিক ৩৮ রান করেন সাই সুদর্শন (Sai Sudharsan)। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) করেন ২৬ রান। ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) করেন ২১ রান। ওপেনার কে এল রাহুল (KL Rahul) করেন ১৪ রান। উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel) করেন ১৯ রান। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) মাত্র ৯ রান করেই আউট হয়ে যান। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ইনিংসের শুরুতেই মাত্র ২ রান করে আউট হয়ে যান। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) রান করার আগেই আউট হয়ে যান।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন গাস অ্যাটকিসন (Gus Atkinson)। এই পেসার ২১.৪ ওভার বোলিং করে ৮ মেডেন-সহ ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। জশ টাংও (Josh Tongue) ভালো বোলিং করেন। তিনি ১৬ ওভার বোলিং করে ৪ মেডেন-সহ ৫৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ১৪ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন ক্রিস ওকস (Chris Woakes)। শুবমান রান আউট হয়ে যান।
চলতি সিরিজে সবচেয়ে কম রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট (Ben Duckett) ও জাক ক্রলি (Zak Crawley)। তাঁরা টি-২০ ম্যাচের ভঙ্গিতে রান করছেন। ভারতের কোনও বোলারই এখনও পর্যন্ত ইংল্যান্ডের দুই ওপেনারকে সমস্যায় ফেলতে পারেননি। ফলে ওভাল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বেকায়দায় ভারতীয় দল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।