Cheteshwar Pujara Narendra Modi: পূজারাকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর। গত রবিবার, ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা চেতেশ্বর পূজারা (cheteshwar pujara retirement test)। তার ঠিক এক সপ্তাহ পর, সদ্য প্রাক্তন সেই ভারতীয় ক্রিকেটারকে খোলা চিঠি লিখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi letter to pujara)।
তাঁর অসাধারণ ক্যারিয়ার এবং দেশের প্রতি পূজারার দায়বদ্ধতাকে কুর্নিশ এবং আগামীর শুভেচ্ছা জানিয়ে সেই চিঠি লেখেন প্রধানমন্ত্রী। সেই চিঠি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্টও করেছেন চেতেশ্বর পূজারা।
মোদী সেই চিঠিতে মনে করিয়ে দিয়েছেন যে, টি-২০ ক্রিকেটের রমরমা সময়ে দাঁড়িয়েও, টেস্ট ক্রিকেটের সৌন্দর্য্য এবং গুরুত্ব বারবার মনে করিয়ে দিতেন পূজারা। সবথেকে বড় বিষয়, পূজারা বারবার ‘দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়কে ফিরিয়ে নিয়ে আসতেন তাঁর ব্যাটিং-এর মধ্য দিয়ে। পূজারার ব্যাটিং দক্ষতা টেস্ট ক্রিকেটের সেই ক্লাসিক্যাল স্টাইলকে বারবার মনে করিয়ে দিত।
দেশের এবং বিদেশের মাটিতে অসাধারণ সব সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে। টিম ইন্ডিয়ার জার্সিতে মোট ১০৩টি টেস্টে ৭১৯৫ রান করেছেন তিনি। অন্যদিকে, লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে পূজারার সর্বাধিক রান ২০৬ এবং সেটিও অপরাজিত অবস্থায়।
তাঁর ঝুলিতে রয়েছে মোট ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। ভারতীয় ক্রিকেট দলের একাধিক স্মরণীয় টেস্ট জয়ের নেপথ্যে নায়ক হলেন এই পূজারা। এবার তাঁর অবসরের পর, চিঠি লিখলেন খোদ দেশের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী সেই চিঠিতে লিখেছেন, “এই ঘোষণার পর, আপনার অসাধারণ সাফল্য সম্পর্কে ভক্তদের কাছ থেকে আপনি প্রচুর প্রশংসা পেয়েছেন এবং ক্রিকেট ভ্রাতৃত্বের উদাহরণ তৈরি হয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটগুলির মধ্যে থেকেও আপনি লম্বা ফরম্যাটের ক্রিকেটের সৌন্দর্য তুলে ধরতেন। আপনার অসামান্য ক্রিকেট ক্যারিয়ারটি উল্লেখযোগ্য দক্ষতা এবং সংকল্পের মুহুর্তগুলি ভীষণ মূল্যবান। বিশেষ করে বিদেশের মাটিতে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দাঁড়িয়েও আপনার ব্যাটিং কুর্নিশযোগ্য। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক সিরিজের জয়ের ভিত্তি স্থাপন করেছিলেন আপনি। সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণগুলির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আপনি দলের জন্য লড়াই করেছিলেন।"
প্রধানমন্ত্রী আরও যোগ করেছেন, “ তুমি তোমার ক্যারিয়ারে অনেক ম্যাচ জিতেছ এবং অনেক রান করেছ। কিন্তু তোমার ব্যাটিংয়ের মধ্য দিয়ে ক্রিকেটপ্রেমীরা যে শান্তি খুঁজে পেয়েছে এবং দেশের মানুষ তথা গোটা দল যেভাবে নিশ্চিন্ত হতে পেরেছে, সেটা কোনও সংখ্যা দিয়ে কখনোই মাপা যায় না। আশা করি, আগামীদিনেও ক্রিকেটের সঙ্গে তুমি যুক্ত থাকবে এবং অনুপ্রেরণা জোগাবে তরুণ ক্রিকেটারদের।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।