Prithvi Shaw: পৃথ্বী শ-এর দুর্দান্ত সেঞ্চুরি, মহারাষ্ট্রের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন এই ভারতীয় ব্যাটার

Published : Aug 19, 2025, 11:46 PM IST
Prithvi Shaw: পৃথ্বী শ-এর দুর্দান্ত সেঞ্চুরি, মহারাষ্ট্রের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন এই ভারতীয় ব্যাটার

সংক্ষিপ্ত

Prithvi Shaw: ছত্তিশগড়ের বিরুদ্ধে মহারাষ্ট্রের হয়ে পৃথ্বী শ দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। ১২২ বলে ১৪টি চার এবং ১টি ছক্কা মেরে পৃথ্বী শ নিজের সেঞ্চুরিটি পূর্ণ করেন।

Prithvi Shaw: বুচি বাবু ক্রিকেটে ছত্তিশগড়ের বিরুদ্ধে মহারাষ্ট্রের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি। কার্যত, জ্বলে উঠলেন দেশের তরুণ তারকা পৃথ্বী শ। ১২২ বলে ১৪টি চার এবং ১টি ছক্কা মেরে পৃথ্বী শ নিজের সেঞ্চুরিটি পূর্ণ করেন। ৭১ রানের ওপেনিং জুটির পর ১৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে মহারাষ্ট্র কিছুটা চাপে পড়ে গেলেও, পৃথ্বী শ-এর সেঞ্চুরি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (১) এবং মহারাষ্ট্রের অধিনায়ক অঙ্কিত বাওয়ানে দ্রুত আউট হয়ে যাওয়ার পর, সিদ্ধার্থ মাথ্রের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে পৃথ্বী শ মহারাষ্ট্রকে ব্যাটিং ধস থেকে উদ্ধার করেন। 

তার আগে প্রথমে ব্যাট করে ছত্তিশগড় প্রথম দিনে ২৫২ রান তোলে। ঘরোয়া ক্রিকেটে গত মরশুমের শেষে পৃথ্বী শ মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দেন। আর গত মরশুমে মুশতাক আলি টি-২০ ক্রিকেটে শিরোপা জয়ী মুম্বই দলে থাকলেও আইপিএলে পৃথ্বী শ-কে কেউ দলে নেয়নি। ২০২১ সালে শেষবার ভারতের হয়ে খেলা পৃথ্বী শ-এর জন্য মহারাষ্ট্র দলে যোগদান, নিঃসন্দেহে নতুন সুযোগ নিয়ে আসবে বলেই আশা করছেন অনেকে।

 

 

শারীরিক ফিটনেসের অভাবে গত বছর রঞ্জি ট্রফির দল থেকেপ বাদ পড়েন পৃথ্বী শ। তাঁকে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোচদের অধীনে দুই সপ্তাহের ফিটনেস ট্রেনিংয়েও পাঠানো হয়। পৃথ্বী শ-এর শরীরে ৩৫% অতিরিক্ত চর্বি রয়েছে বলে কোচরা জানান। ওজন এবং চর্বি কমানোর জন্য কঠোর অনুশীলন করারও পরামর্শ দেওয়া হয় এই তরুণ ক্রিকেটারকে। মুম্বইয়ের হয়ে আবার খেলতে হলে ফিটনেস ফিরে পাওয়া জরুরি বলেও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়। 

কিন্তু পরেও ফিটনেস ফিরে না পাওয়ায়, ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফির মুম্বাই দলেও তাঁকে নির্বাচন করা হয়নি। এরপরই পৃথ্বী শ দল পরিবর্তনের জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা