
Ranji Trophy 2025: রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন মহারাষ্ট্রের তারকা পৃথ্বী শ (Prithvi Shaw Ranji record)। চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে, দ্বিতীয় ইনিংসে ১৫৬ বলে ২২২ রান করেন তিনি। পৃথ্বী শ ১৪১ বলে ডবল সেঞ্চুরি করে কার্যত, রেকর্ড গড়লেন। তাঁর ইনিংসে ছিল ২৮টি চার এবং ৩টি ছয় (ranji trophy 2025 live score today match)।
গত বছর, অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্লেট লিগের ম্যাচে ১১৯ বলে ডবল সেঞ্চুরি করা হায়দ্রাবাদের ক্রিকেটার তন্ময় আগরওয়ালের নামের পাশেও রঞ্জি ট্রফির দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে। গত ১৯৮৫ সালে, মুম্বইয়ের হয়ে রবি শাস্ত্রী ১২৩ বলে ডবল সেঞ্চুরি করেন। যা রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ডবল সেঞ্চুরি।
২০১৭ সাল থেকে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা পৃথ্বী শ চলতি মরশুমে, দল পরিবর্তন করে মহারাষ্ট্রে এসেছেন। কেরালার বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি (৭৫) করে চমকে দেন। চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচে, প্রথম ইনিংসে মাত্র আট রানে আউট হয়ে পৃথ্বী হতাশ করলেও, দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ডবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন।
উল্লেখ্য, অভিষেক টেস্টে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ফিটনেসের অভাবে মুম্বই দল থেকে বাদ পড়েন। তারপরেই তিনি চলতি মরশুমে মহারাষ্ট্রের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হন।
চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরির সুবাদে মহারাষ্ট্র ৩১৩ রান করে। জবাবে চণ্ডীগড়ের প্রথম ইনিংস ২০৯ রানে শেষ হয়। দ্বিতীয় ইনিংসে পৃথ্বী শ-র দাপুটে ব্যাটিংয়ের উপর ভর করেই মহারাষ্ট্র ৫২ ওভারে, ৩ উইকেটে ৩৫৯ রান তোলে। ৪৬৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে, চণ্ডীগড় ১ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।