হার্দিককে নিয়ে বিতর্কিত ভিডিও সরিয়ে দিল ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেল

শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজে হার্দিক পান্ডিয়াই কি ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন? ক্রিকেট মহলে এই জল্পনা চলছে।

আঙুলের চোট পুরোপুরি না সারায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে রোহিত শর্মার খেলার সম্ভাবনা কম। টানা ব্যর্থতার জেরে এই সিরিজে বাদ দেওয়া হতে পারে কে এল রাহুলকে। ফলে ভারতীয় দলের নেতৃত্বে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া। এ বিষয়ে অবশ্য এখনও বিসিসিআই-এর পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে তার আগেই ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের প্রোমোশনাল ভিডিওতে হার্দিককে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখানো হয়েছে। ওই ভিডিওতে বলা হয়েছে, 'এশিয়ান টি-২০ আন্তর্জাতিক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজে বিস্ফোরক পারফরম্যান্সের মাধ্যমে নতুন বছর শুরু করতে তৈরি হার্দিক পান্ডিয়া। হার্দিক 'রাজ'-এর অধীনে নতুন টিম ইন্ডিয়ার খেলা দেখার জন্য তৈরি হন।' এই ভিডিওতে আরও দেখা যায়, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকার সঙ্গে আছেন হার্দিক। ট্যুইটারে এই ভিডিও ঘিরে শোরগোল শুরু হয়। অনেকেই বলতে শুরু করেন, তাহলে হার্দিকের ভারতীয় দলের অধিনায়ক হওয়া নিশ্চিত? এ নিয়ে বিতর্ক শুরু হতেই ট্যুইটার থেকে ভিডিওটি মুছে দেয় সম্প্রচারকারী চ্য়ানেল।

টি-২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয় বিরাট কোহলি, রোহিত, কে এল রাহুলকে। সেই সফরে ভারতের টি-২০ দলের নেতৃত্বে ছিলেন হার্দিক। বিসিসিআই সূত্রে তখনই জানা যায়, ২০২৪ সালে পরবর্তী টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই ফর্ম্যাটে ভারতীয় দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে আর সিনিয়র ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে না। টি-২০ বিশ্বকাপের পরেই নির্বাচকদের বরখাস্ত করেছে বিসিসিআই। নতুন নির্বাচকদের নিয়োগ না করা পর্যন্ত চেতন শর্মাদের দায়িত্বে রেখেছে বিসিসিআই। পুরনো নির্বাচক কমিটিই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল গঠন করবে। তারপর নতুন ৫ নির্বাচক দায়িত্ব নিয়ে দল গঠন করবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দল ঘোষণা এখনও হয়নি। কবে দল ঘোষণা করা হবে, সেটাও জানা যায়নি।

Latest Videos

আগামী বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তারপর ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ। এই প্রতিযোগিতাগুলির কথা মাথায় রেখেই দল গঠন করবেন নতুন নির্বাচকরা। বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে হার্দিকেরই ভারতের টি-২০ দলের অধিনায়ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অলরাউন্ডার অধিনায়ক হিসেবে যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তিনি দলকে ভালভাবে পরিচালনা করার পাশাপাশি নিজেও ভাল খেলছেন। সেই কারণেই ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে হার্দিককে দেখা যেতে পারে।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে শতরান না পেলেই বাদ পড়বেন রাহুল, সতর্কবার্তা কার্তিকের

উড়ন্ত পাখি! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ ক্যাচে চমক মার্নাস লাবুশেনের

দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ভারত

Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি