Punjab Kings: বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়াল পাঞ্জাব কিংস, ৩৪ লক্ষ টাকা দিলেন প্রীতি জিন্টারা

Published : Sep 05, 2025, 04:55 PM IST
Preity Zinta ipl

সংক্ষিপ্ত

Punjab Kings: বন্যা দুর্গতদের সাহায্যার্থে বিশাল অঙ্কের টাকা ত্রাণ তহবিলে দান করেছেন তারা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত পাঞ্জাবের একাধিক এলাকা।

Punjab Kings: প্রবল বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি পাঞ্জাবে। তার জেরে এখনও অবধি সেই রাজ্যে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে (punjab news)। সেইসঙ্গে, ঘরছাড়া হয়েছেন প্রায় কয়েক হাজার মানুষ। কার্যত, ভয়াবহ সেই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ এবং প্রীতি জিন্টা (punjab flood donation india)। 

এবার বন্যা দুর্গতদের সাহায্যার্থে বিশাল অঙ্কের টাকা ত্রাণ তহবিলে দান করেছেন তারা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত পাঞ্জাবের একাধিক এলাকা। সরকারি তথ্য অনুযায়ী, বন্যা পরিস্থিতির জেরে পাঞ্জাবের প্রায় ৩.৫০ লক্ষ মানুষ ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন। 

প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে

ইতিমধ্যেই পাঞ্জাবকে বন্যা বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, এই রাজ্যের মোট ২৩টি জেলার প্রতিটিই এই মুহূর্তে বন্যা কবলিত। জোরালো বিপর্যয়ের মুখে পড়েছে পাঞ্জাবের মোট ১২০০টি গ্রাম। ঠিক এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে, রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।আর সেই নির্দেশ দেওয়া হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানের তরফে।

আর এই কঠিন পরিস্থিতিতে কিন্তু একেবারেই সমর্থকদের কথা ভুলে যায়নি পাঞ্জাব কিংস। তাই তারা পাশে এসে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে কুর্নিশযোগ্য পদক্ষেপ নিয়েছে পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ। 

ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজও শুরু শুরু করে দিয়েছেন প্রীতি জিন্টারা

জানা গেছে, পাঞ্জাব কিংসের তরফ থেকে ত্রাণ তহবিলে দান করা হয়েছে মোট ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা। তবে শুধু টাকা দিয়েই দায়িত্ব পালন করছেন, এমনটা নয়। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে দুর্গতদের জন্য পানীয় জল সহ অন্যান্য ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ারও ব্যবস্থা শুরু করে দিয়েছেন প্রীতি জিন্টারা। 

‘টুগেদার ফর পাঞ্জাব’ প্রকল্পের অধীনে দুর্গতদের উদ্ধার এবং চিকিৎসার কাজও চালানো হচ্ছে বলে খবর। মোট ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা তারা ত্রাণ তহবিলে দিয়েছেন বলে জানিয়েছে পাঞ্জাব ম্যানেজমেন্ট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড