Ranji Trophy: অভিষেক পোড়েলের শতরান, ছত্তীশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও দাপট বাংলার

Published : Jan 20, 2024, 05:31 PM ISTUpdated : Jan 20, 2024, 05:50 PM IST
Abishek Porel

সংক্ষিপ্ত

ইডেন গার্ডেন্সে চলছে বাংলা-ছত্তীশগড়ের রঞ্জি ট্রফি ম্যাচ। বাংলা এই ম্যাচে জয় পাবে কি না বোঝা যাচ্ছে না। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকতে পারে বাংলা।

ইডেন গার্ডেন্সে ছত্তীশগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো পারফরম্যান্স বাংলার। প্রথম ২ দিনই ব্যাটিং করল বাংলা। এখনও ইনিংস ডিক্লেয়ার করা হয়নি। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি হয়তো দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে চাইছেন না। প্রথম ইনিংসে বাংলা যা স্কোর করবে, তার মধ্যেই ছত্তীশগড়ের ব্যাটারদের ২ বার আউট করে দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বাংলা দল। কলকাতার আবহাওয়া এখন মেঘলা। ফলে ইডেনের পিচ থেকে মহম্মদ কাইফ, ঈশান পোড়েলরা সাহায্য পাবেন। সেই কারণেই প্রথম ইনিংসে যত বেশি সম্ভব রান করে নিতে চাইছে বাংলা।

অভিষেক পোড়েলের অসাধারণ ইনিংস

ইডেনে ছত্তীশগড়ের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৮ উইকেটে ৩৮১। ১১৪ রানের অসাধারণ ইনিংস খেলেছেন উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। তাঁর ২১৯ বলের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। অনুষ্টুপ মজুমদার করেন ৭১ রান। ৪৯ রান করে আউট হয়ে যান সুদীপ কুমার ঘরামি। দিনের শেষে ৩৩ রানে অপরাজিত সূরজ সিন্ধু জয়সোয়াল। ২৪ রান করে অপরাজিত করণ লাল। বাংলার ওপেনার সৌরভ পাল করেন ১২ রান। অপর ওপেনার শ্রেয়াংস ঘোষ ২২ রান করেন। অধিনায়ক মনোজ তিওয়ারি করেন ১৯ রান। শুভম চট্টোপাধ্যায় করেন ২১ রান। কাইফ করেছেন ৫ রান।

মন্দ আলোর জন্য ইডেনে সমস্যা

ইডেন গার্ডেন্সে ফ্লাড লাইটের ব্যবস্থা থাকলেও, রঞ্জি ট্রফি ম্যাচে সেই আলো জ্বালানোর নিয়ম নেই। সেই কারণে মেঘলা আকাশ ও কম আলোয় সমস্যা হচ্ছে। প্রথম দিন পুরো সময় খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও একই ঘটনা দেখা গেল। এই ম্যাচে ২ দিন মিলিয়ে ১২৮ ওভার ব্যাটিং করেছে বাংলা। আবহাওয়ার উন্নতি না হলে বাংলার পক্ষে ম্যাচ জেতা কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

TATA IPL: রেকর্ড অর্থে ২০২৮ পর্যন্ত আইপিএল-এর টাইটেল স্পনসর টাটা গ্রুপ

ফের বিয়ে করলেন শোয়েব মালিক, প্রকাশ্যে এল পাক অভিনেত্রীর সঙ্গে তাঁর নিকাহ-র ছবি

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল