বোলারদের দাপটে চাপে কর্ণাটক, চলতি রঞ্জি ট্রফিতে প্রথম জয়ের খোঁজে বাংলা

Published : Nov 07, 2024, 11:23 PM ISTUpdated : Nov 07, 2024, 11:43 PM IST
Anustup Majumdar

সংক্ষিপ্ত

এবারের রঞ্জি ট্রফিতে ভালো জায়গায় নেই বাংলা দল। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অনুষ্টুপ মজুমদার, ঈশান পোড়েলরা।

৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট। কোনও ম্যাচেই জয় আসেনি। চলতি রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপ সি-তে ভালো জায়গায় নেই বাংলা দল। তবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে জয় পেতে পারেন অনুষ্টুপ মজুমদাররা। দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় বাংলা। প্রথম ইনিংসে ৩০১ রান করেছে বাংলা। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে কর্ণাটকের স্কোর ৫ উইকেটে ১৫৫। কর্ণাটকের চেয়ে ১৪৬ রানে এগিয়ে বাংলা। বৃহস্পতিবার ভালো বোলিং করলেন বাংলার পেসাররা। ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন ঈশান পোড়েল। ৫৩ রান দিয়ে ২ উইকেট নেন সূরজ সিন্ধু জয়সোয়াল। ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন ঋষভ বিবেক। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন যত দ্রুত সম্ভব কর্ণাটকের প্রথম ইনিংস শেষ করে দেওয়াই বাংলার বোলারদের লক্ষ্য।

অভিনব মনোহরের অর্ধশতরান

দ্বিতীয় দিনের শেষে ৫০ রান করে অপরাজিত অভিনব মনোহর। ২৩ রান করে অপরাজিত শ্রেয়াস গোপাল। শুক্রবার সকালে যত দ্রুত সম্ভব এই জুটি ভাঙাই বাংলার বোলারদের প্রাথমিক লক্ষ্য। কর্ণাটকের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল করেছেন ১৭ রান। কিষান বিদারে করেন ২৩ রান। সুজয় সাতেরি করেছেন ১০ রান। স্মরণ রবিচন্দ্রন করেছেন ২৬ রান। ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে গিয়েছেন মণীশ পাণ্ডে (০)।

অনুষ্টুপের শতরান

বাংলার হয়ে প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেন অধিনায়ক অনুষ্টুপ, ওপেনার সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ। অনুষ্টুপ করেন ১০১ রান। সুদীপ করেন ৫৫ রান। শাহবাজ করেন ৫৯ রান। কর্ণাটকের হয়ে ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন কৌশিক। ৬২ রান দিয়ে ২ উইকেট নেন অভিলাষ শেট্টি। ৮৭ রান দিয়ে ৩ উইকেট নেন শ্রেয়াস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হাইব্রিড মডেলে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫? ভারতের ম্যাচ সরে যাবে দুবাইয়ে?

পাকিস্তানেই হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, কী করবে বিসিসিআই?

আইপিএল নিলামের আগে রঞ্জি ট্রফিতে ২২৮ বলে ২৩৩, কেকেআর ম্যানেজমেন্টকে জবাব শ্রেয়াসের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে