দ্বিতীয় দিনের শেষে ২৩১ রানের লিড, রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে জয়ের পথে বাংলা

এবারের রঞ্জি ট্রফির শুরুটা ভালোভাবে করতে পারেনি বাংলা। তবে এই টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলার ক্রিকেটাররা।

মধ্যপ্রদেশের বিরুদ্ধেই কি চলতি রঞ্জি ট্রফিতে প্রথম জয় পাবে বাংলা? হোলকার স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনের শেষেই সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৫ উইকেটে ১৭০। দিনের শেষে ক্রিজে ঋত্বিক চট্টোপাধ্যায় (৩৩) এবং ঋদ্ধিমান সাহা (২১)। মধ্যপ্রদেশের চেয়ে ২৩১ রানে এগিয়ে বাংলা। এর আগে প্রথম ইনিংসে ২২৮ রানে অলআউট হয়ে যায় বাংলা। এরপর প্রথম ইনিংসে ১৬৭ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রদেশ। তৃতীয় দিন যথাসম্ভব লিড বাড়িয়ে নেওয়াই ঋদ্ধিমানদের লক্ষ্য থাকবে। তারপর মহম্মদ শামি, মহম্মদ কাইফ, সূরজ সিন্ধু জয়সোয়ালরা মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস শেষ করে বাংলাকে জয় এনে দেওয়ার চেষ্টা করবেন।

শামির অসাধারণ বোলিং

Latest Videos

দীর্ঘদিন পর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে নেমে শামি বুঝিয়ে দিলেন, তিনি ফিট হয়ে উঠেছেন। মধ্যপ্রদেশের প্রথম ইনিংসে ১৯ ওভার বোলিং করে ৪ মেডেন-সহ ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার। তিনি মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা, সারাংশ জৈন, কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়ার উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসেও ভালো বোলিং করার লক্ষ্যে শামি। জাতীয় নির্বাচকরাও এই পেসারের পারফরম্যান্স এবং ফিটনেসের দিকে তাকিয়ে।

বড় স্কোরের লক্ষ্যে ঋদ্ধিমান

এবারের রঞ্জি ট্রফির পরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ঋদ্ধিমান। মধ্যপ্রদেশের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে ১০ রান করে আউট হয়ে গেলেও, দ্বিতীয় ইনিংসে বড় স্কোরের লক্ষ্যে এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। দ্বিতীয় ইনিংসে বাংলার ওপেনার সুদীপ কুমার ঘরামি করেছেন ৪০ রান। সুদীপ চট্টোপাধ্যায়ও ৪০ রান করেন। অনুষ্টুপ করেন ১৯ রান। শুক্রবার সকালে ঋদ্ধিমান-ঋত্বিক জুটির দিকে তাকিয়ে বাংলা শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

২ জনের ত্রিশতরান, ৬০৬ রানের পার্টনারশিপ, রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গোয়ার

পাকিস্তানেই কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অবিলম্বে সূচি প্রকাশের দাবি সম্প্রচারকারীদের

হাতে ৫১ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি