২ জনের ত্রিশতরান, ৬০৬ রানের পার্টনারশিপ, রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গোয়ার

ভারতীয় ক্রিকেটে দুর্বল দলগুলির অন্যতম অরুণাচল প্রদেশ। বৃহস্পতিবার রঞ্জি ট্রফি ম্যাচে গোয়ার বিরুদ্ধে বিধ্বস্ত হল উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের ক্রিকেট দল।

একই ইনিংসে দুই ব্যাটারের ত্রিশতরান! রঞ্জি ট্রফিতে অনন্য নজির গড়লেন গোয়ার ব্যাটার স্নেহাল কউঠঙ্কর ও কাশ্যপ বাকলে। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচের প্রথম ইনিংসে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৬৯ বলে ৩০০ রান করে অপরাজিত থাকেন কাশ্যপ। ২১৫ বলে ৩১৪ রান করে অপরাজিত থাকেন স্নেহাল। এই জুটিতে যোগ হয় ৬০৬ রান। রঞ্জি ট্রফির ইতিহাসে এর আগে কোনও জুটিতে এত রান যোগ হয়নি। ফলে নতুন রেকর্ড গড়লেন স্নেহাল-কাশ্যপ। এই দুই ব্যাটারের দাপটে রঞ্জি ট্রফি প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ইনিংস ও ৫৫১ রানে জয় পেল গোয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে অর্জুন তেন্ডুলকরের ৫ উইকেটের সুবাদে ৮৪ রানে অলআউট হয়ে যায় অরুণাচল। জবাবে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৭২৭ রান তুলে ডিক্লেয়ার করে দেয় গোয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ৯২ রানে অলআউট হয়ে যায় অরুণাচল। প্রথম ইনিংসে ৬৪৩ রানের লিড পাওয়ার পর গোয়ার জয় নিশ্চিত হয়ে যায়। দুই দিনের কম সময়েই জয় পেল গোয়া।

নতুন ব্যক্তিগত নজির স্নেহালের

Latest Videos

প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম ত্রিশতরান করার নজির গড়লেন স্নেহাল। তিনি ২০৫ বলে ত্রিশতরান পূর্ণ করেন। হায়দরাবাদের ব্যাটার তন্ময় আগরওয়াল গত মরসুমে ১৪৭ বলে ত্রিশতরান করেন। এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ত্রিশতরান। তন্ময়ের পরেই থাকলেন স্নেহাল। তাঁর ইনিংসে ছিল ৪৩টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। গত সপ্তাহে মিজোরামের বিরুদ্ধে ২৫০ রান করেন স্নেহাল। সেটাই রঞ্জি ট্রফিতে তাঁর সর্বাধিক স্কোর ছিল। এবার সেই স্কোর ছাপিয়ে গেলেন স্নেহাল।

পার্টনারশিপের নতুন রেকর্ড

২০১৬-১৭ মরসুমের রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ৫৯৪ রান করেন মহারাষ্ট্রের স্বপ্নিল সুগালে ও অঙ্কিত বাওয়ানে। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন স্নেহাল-কাশ্যপ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হাতে ৫১ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর?

'অস্ট্রেলিয়া সফরের পর উন্নত ক্রিকেটার হয়ে দেশে ফিরবে,' তরুণদের বার্তা বিরাট, বুমরা, অশ্বিনের

পিছনে ফেলে দিলেন জসপ্রীত বুমরাকে, টি-২০ ফর্ম্যাটে ভারতের সেরা পেসার আর্শদীপ সিং

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari