Ranji Trophy 2025: গুজরাতের বিরুদ্ধে ভালো জায়গায় বাংলা। দ্বিতীয় দিনের শেষে বেজায় চাপে গুজরাত (bengal vs gujarat ranji trophy live score)। শনিবার থেকে ইডেনে, শুরু হয়েছে বাংলা বনাম গুজরাতের মধ্যে এলিট গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচ (ranji trophy 2025 live score today match)।
সেই ম্যাচেই যথেষ্ট ভালো জায়গায় রয়েছে বাংলা ক্রিকেট দল। এই ম্যাচে টসে জিতে বোলিং নেয় গুজরাত। আর প্রথমে ব্যাট করে বাংলা করে ২৭৯ রান। ওপেনার সুদীপ চ্যাটার্জী ৩ রানে ফিরে গেলেও অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ করেন ২০ রান। কিন্তু আবারও সুদীপ ঘরামির কথা বলতেই হয়।
মিডল অর্ডারে নেমে দায়িত্বপূর্ণ ইনিংস খেললেন। তাঁর ঝুলিতে ৫৬ রান। তবে অনুষ্টুপ মজুমদার খালি হাতে ফেরেন। অন্যদিকে, অভিষেক পোড়েল ৫১ রানের ইনিংস উপহার দেন। সুমন্ত গুপ্ত ৬৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। এছাড়া শাহবাজ আহমেদ ২, সুরজ সিন্ধু জয়সওয়াল ২১, আকাশ দীপ ২৯ এবং মহম্মদ শামি ৮ রান করেন।
গুজরাতের হয়ে ৪ উইকেট নেন সিদ্ধার্থ দেশাই, ২টি করে উইকেট পেয়েছেন চিন্তন গাজা এবং প্রিয়জিতসিং জাদেজা। এছাড়া ১টি করে উইকেট নাগওয়াসওয়ালা এবং বিশাল জয়সওয়ালের দখলে।
জবাবে ব্যাট করতে নেমে, চূড়ান্ত বিপাকে গুজরাত। অভিষেক দেশাই ফিরে গেছেন শূন্য রানে। অপরদিকে, আর্য দেশাইয়ের ঝুলিতে ৮ রান, সিদ্ধার্থ দেশাই করেছেন ১৯ রান, উর্ভিল প্যাটেলের সংগ্রহে ১৫ রান এবং উমাং কুমার ১৮ রান যোগ করেছেন স্কোরবোর্ডে।
দ্বিতীয় দিনের শেষে, গুজরাতের স্কোর ৭ উইকেট হারিয়ে ১০৭ রান। ক্রিজে মানন হিংরাজিয়া ৪১ রানে এবং চিন্তন গাজা ৪ রানে অপরাজিত আছেন। গুজরাত পিছিয়ে ১৭২ রানে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।