পেশিতে টান, মহিলাদের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত অ্যালিসা হিলি

Published : Oct 26, 2025, 04:33 PM ISTUpdated : Oct 26, 2025, 04:54 PM IST
Alyssa Healy

সংক্ষিপ্ত

2025 ICC Women's Cricket World Cup: ৩০ অক্টোবর মহিলাদের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া (Australia Women vs India Women) লড়াই হতে চলেছে। এই ম্যাচের আগে চোট সমস্যায় অস্ট্রেলিয়া।

DID YOU KNOW ?
খেতাবের লক্ষ্যে ভারত
ভারতের মহিলা ক্রিকেট দল এখনও সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ জিততে পারেনি। প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে স্মৃতি মন্ধানারা।

Australia Women vs India Women: ৩০ অক্টোবর নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy) মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) সেমি-ফাইনালে অনিশ্চিত অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। এই ম্যাচেও অধিনায়ক খেলতে না পারলে সমস্যায় পড়ে যেতে পারে অস্ট্রেলিয়া। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময় হিলির কাফ মাসলে টান ধরে। এর ফলে তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। শনিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধেও খেলতে পারেননি। সম্পূর্ণ ফিট হয়ে উঠতে না পারলে সেমি-ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। সেটা হলে ভারতীয় দলের সুবিধা হতে পারে।

অসাধারণ ফর্মে হিলি

চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে চোট পাওয়ার আগে অসাধারণ ফর্মে ছিলেন হিলি। তিনি ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন। ফলে তাঁর অভাব অনুভব করছে অস্ট্রেলিয়া। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর অস্ট্রেলিয়ার প্রধান কোচ শেলি নিৎশকে (Shelley Nitschke) বলেছেন, ‘ও এখনও খেলার মতো অবস্থায় আসেনি। আমরা ওর চোট পরীক্ষা করে দেখছি। আমরা আশা করছি ও সেমি-ফাইনালে খেলবে। সেমি-ফাইনাল ম্যাচের আগে এখনও কয়েকদিন আছে। তার মধ্যে ও ফিট হয়ে উঠতে পারবে কি না, সেদিকে আমাদের নজর রয়েছে।’

সেমি-ফাইনালে কঠিন লড়াই ভারতের

মহিলাদের ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। ফলে সেমি-ফাইনালে হিলি খেলতে না পারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামতে হবে ভারতীয় ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া দল অত্যন্ত শক্তিশালী। হিলি খেলতে পারলে শক্তি বেড়ে যাবে। ফলে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফাইনালে পৌঁছতে হলে ভারতীয় দলকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে। বিশেষ করে ভারতের ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩০
৩০ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া সেমি-ফাইনাল।
৩০ অক্টোবর মহিলাদের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া লড়াই।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম