মনোজের অপরাজিত ৬০, রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে দিল বাংলা

এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই জয় তুলে নিল বাংলা। দলের জয়ে বড় অবদান থাকল অধিনায়ক মনোজ তিওয়ারির।

জয় দিয়েই এবারের রঞ্জি ট্রফি অভিযান শুরু করল বাংলা। ম্যাচের চতুর্থ দিন শুক্রবার ইডেনে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে দিলেন মনোজ তিওয়ারিরা। দলের জয়ে বড় অবদান থাকল অধিনায়ক মনোজের। দ্বিতীয় ইনিংসে ৬০ রান করে অপরাজিত থাকলেন তিনি। ৮৩ রান করেন অনুষ্টুপ মজুমদার। ৬৯ রান করেন কৌশিক ঘোষ। ফলে সহজ জয় পেল বাংলা। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়ে যায় উত্তরপ্রদেশ। সর্বাধিক ৭৯ রান করেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল-এ খেলা রিঙ্কু সিং। প্রিয়ম গর্গ করেন ৫৩ রান। ২৬ রানে ৩ উইকেট হারানোর পর রিঙ্কু ও প্রিয়মের লড়াকু ইনিংসের সুবাদেই ভদ্রস্থ স্কোর করতে সক্ষম হয় উত্তরপ্রদেশ। বাংলার হয়ে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন ঈশান পোড়েল। ৬৩ রান দিয়ে ৩ উইকেট নেন প্রীতম চক্রবর্তী। ২০ রান দিয়ে ২ উইকেট নেন শাহবাজ আহমেদ।

প্রথম ইনিংসে বাংলা অবশ্য উত্তরপ্রদেশের চেয়ে পিছিয়ে পড়ে বাংলা। ১৬৯ রানেই বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে যায়। ৪১ রান করেন আকাশ দীপ। ৩৩ রান করেন অভিষেক পোড়েল। মনোজ করেন ২৩ রান। ২১ রান করেন সায়ন শেখর মণ্ডল। ১২ রান করেন প্রীতম। শাহবাজ করেন ২১ রান। উত্তরপ্রদেশের হয়ে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা শিবম মাভি। ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন আকিব খান। ১২ রান দিয়ে ১ উইকেট নেন শিবম শর্মা। ৫৩ রান দিয়ে ১ উইকেটে নেন অঙ্কিত রাজপুত।

Latest Videos

দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে অলআউট হয়ে যায় উত্তরপ্রদেশ। রিঙ্কু এই ইনিংসে করেন ৮৯ রান। আকাশদীপ নাথ করেন ৫৩ রান। শিবম শর্মা ২৬ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন আকাশ দীপ। ৭০ রান দিয়ে ২ উইকেট নেন ঈশান। ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন প্রীতম। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন সায়ন। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন শাহবাজ। 

দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে বাংলার খুব একটা অসুবিধা হয়নি। মনোজ, কৌশিক, অনুষ্টুপরা দলকে জয় এনে দেন। ২২ রান করেন সুদীপ কুমার ঘরামী। ৬৫ রান দিয়ে ২ উইকেট নেন শিবম। ৩ রান দিয়ে ১ উইকেট নেন রিঙ্কু। ৪০ রান দিয়ে ১ উইকেট নেন অঙ্কিত রাজপুত।

আরও পড়ুন-

১৫ অলআউট! বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে লজ্জার রেকর্ড সিডনি থান্ডারের

বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ইনিংস, এ বছর টেস্টে ওপেনার হিসেবে প্রথম শতরান শুবমান গিলের

চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন রোহিত শর্মা

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু