১৫ অলআউট! বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে লজ্জার রেকর্ড সিডনি থান্ডারের

শুক্রবার বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে লজ্জাজনক নজির গড়ল সিডনি থান্ডার। ক্রিকেটের ইতিহাসে খুব কম ইনিংসই এত কম সময়ে শেষ হয়ে গিয়েছে।

মাত্র ৩৫ বলেই শেষ হয়ে গেল ইনিংস! অবাক হওয়ার মতো ঘটনা হলেও, ঠিক এটাই হল শুক্রবার। বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে মাত্র ১৫ রানে অলআউট হয়ে গেল সিডনি থান্ডার। ১২৪ রানে ম্যাচ জিতে নিল অ্যাডিলেড। টি-২০ ম্যাচে এত রানে ম্যাচ জেতার নজির কমই আছে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৩৯ রান করে অ্যাডিলেড। সর্বোচ্চ ৩৬ রান করেন ক্রিস লিন। কলিন ডে গ্র্যান্ডহোম করেন ৩৩ রান। ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ফজলহক ফারুকি। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন গুরিন্দর সান্ধু। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন ড্যানিয়েল স্যামস। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন ব্রেন্ডন ডগেট। টি-২০ ম্যাচে ১৪০ রানের টার্গেট বড় কিছু নয়। কিন্তু সেই টার্গেট দিয়েই যে ১২৪ রানে ম্যাচে জিতে নেবেন, সেটা ভাবতেও পারেননি অ্যাডিলেডের ক্রিকেটাররা।

সিডনির কোনও ব্যাটারই ২ অঙ্কের রান করতে পারেননি। ৫ জন্য় ব্যাটার ০ রানে আউট হয়ে যান। সর্বোচ্চ ৪ রান করেন ডগেট। দ্বিতীয় সর্বোচ্চ ৩ রান করেন রিলি রসুউ। ২ রান করেন অ্যালেক্স রস। ১ রান করেন স্যামস, অলিভার ডেভিস ও ফারুকি। ০ রানে আউট হয়ে যান অ্যালেক্স হেলস, ম্যাথু জাউলকস, জেসন সাঙ্গা, ক্রিস গ্রিন ও গুরিন্দর। অতিরিক্ত ৩ রান হয়। ৫.৫ ওভারেই অলআউট হয়ে যায় সিডনি।

Latest Videos

২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২১ রানে অলআউট হয়ে যায় তুরস্ক। এদিন তার চেয়েও কম রানে অলআউট হয়ে গেল সিডনি। ৯ জন ব্যাটার ক্য়াচ আউট হয়ে যান। এর মধ্যে ৫টি ক্যাচ নেন উইকেটকিপার হ্যারি নিয়েলসন। এর আগে বিগ ব্যাশ লিগে সর্বনিম্ন স্কোর ছিল ৫৭। ২০১৫ সালে মেলবোর্ন স্টারসের বিরুদ্ধে ৫৭ রানেই গুটিয়ে গিয়েছিল মেলবোর্ন রেনেগেডস। এদিন তার চেয়ে অনেক কম রানেই শেষ হয়ে গেল সিডনির ইনিংস। অ্যাডিলেডের হয়ে ৩ রান দিয়ে ৫ উইকেট নেন হেনরি থর্নটন। ৬ রান দিয়ে ৪ উইকেট নেন ওয়েস অ্যাগর। ৫ রান দিয়ে ১ উইকেট নেন ম্যাট শর্ট।

থর্নটন বলেছেন, 'যে কোনও ধরনের ক্রিকেটে এটাই আমার সবচেয়ে ভাল রেকর্ড। বাড়ির উঠোনে খেলার সময়েও কোনওদিন এত কম রান দিয়ে ৫ উইকেট নিতে পারিনি। আমরা এই খেলার ফল ঠিক বিশ্বাস করতে পারছি না। ওরা পরপর ক্যাচ দিয়েছে আর আমরা ক্যাচ নিয়েছি। দুর্দান্ত ম্যাচ হল।'

আরও পড়ুন-

বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ইনিংস, এ বছর টেস্টে ওপেনার হিসেবে প্রথম শতরান শুবমান গিলের

চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন রোহিত শর্মা

৫১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ভারতের, তৃতীয় দিনের শেষে বাংলাদেশ ৪২/০

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি