Ind vs Aus Live Score Updates: জাদেজার ৫ উইকেট, ১৭৭ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

Published : Feb 09, 2023, 02:46 PM ISTUpdated : Feb 09, 2023, 03:22 PM IST
jadeja

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুটা দুর্দান্তভাবে করল ভারতীয় দল। নাগপুর টেস্টের প্রথম দিন যে পারফরম্যান্স দেখালেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরা, তাতে জয়ের আশা বেড়ে গিয়েছে।

নাগপুর টেস্টের প্রথম দিনই ১৭৭ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ৪৭ রান দিয়ে ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। ৪২ রান দিয়ে ৩ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি। চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই অসাধারণ পারফরম্যান্স দেখালেন জাদেজা। দিনের শুরুতেই তাঁকে আক্রমণে আনেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম সেশনে উইকেট না পেলেও, দ্বিতীয় সেশন থেকেই জাদু দেখাতে শুরু করেন ‘স্যার জাদেজা’। পরপর ২ বলে মার্নাস লাবুশেন ও ম্যাট রেনশকে আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন এই অভিজ্ঞ স্পিনার। এই ধাক্কা আর সামলাতে পারেনি অস্ট্রেলিয়া। নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে সফরকারীদের দ্রুত অলআউট করে দেয় ভারত। জাদেজার বাকি ৩ শিকার স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব ও টড মারফি। অশ্বিন আউট করেন অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ডকে। উসমান খাজাকে ফেরান সিরাজ এবং ডেভিড ওয়ার্নারকে আউট করেন সামি।

নাগপুরের পিচের চরিত্র বুঝতে বোধহয় ভুল করেছিল অস্ট্রেলিয়া শিবির। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে কামিন্স আশা করেছিলেন অশ্বিন-জাদেজাদের বোলিং ভালোভাবেই সামাল দিতে পারবেন স্মিথ-ওয়ার্নাররা। কিন্তু নেটে মহেশ পিঠিয়ার বলে অনুশীলন করা আর টেস্ট ম্যাচে স্পিনারদের সহায়ক উইকেটে জাদেজা-অশ্বিনের বলে ব্যাটিং করা এক নয়। ভালোমানের স্পিনারদের সামনে এখনও থরহরি কম্পমান হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। নাগপুরেও সেটাই হল। 

এদিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৪৯ রান করেন লাবুশেন। তাঁর ১২৩ বলে ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। দ্বিতীয় সর্বাধিক ৩৭ রান করেন স্মিথ। ৩৬ রান করেন কেরি। দুই ওপেনার ওয়ার্নার ও খাজা করেন ১ রান। রেনশ রান করতে পারেননি। হ্যান্ডসকম্ব করেন ৩১ রান। কামিন্স করেন ৬ রান। রান করতে পারেননি মারফি। ১ রান করেন বোল্যান্ড।

এদিন টসে হারার পর রোহিত বলেন, তাঁরা প্রতিটি সেশন জিততে চান। প্রথম দিন সেটা করে দেখাতে পারল ভারতীয় দল। প্রথম সেশনের পর তবু লড়াইয়ে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় সেশনে কামিন্সদের লড়াই শেষ হয়ে যায়। জাদেজা-অশ্বিনের ঘূর্ণির কোনও জবাব ছিল না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের ব্যাটারদের কাছে। ফলে নাগপুরে ভালো জায়গায় ভারতীয় দল। ব্যাটাররা প্রথম ইনিংসে ভালো পারফরম্যান্স দেখালেই ভারতের জয়ের পথ প্রশস্ত হয়ে যাবে।

আরও পড়ুন-

শুক্রবার শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ, নজর কেড়ে নিতে পারেন এই ক্রিকেটাররা

টি-২০ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে হার্দিক পান্ডিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা, অস্ট্রেলিয়াকে হারালেই নিশ্চিত ভারত

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত