আম্পায়ারের অনুমতি না নিয়ে আঙুলে ক্রিম লাগিয়ে জরিমানার মুখে রবীন্দ্র জাদেজা

Published : Feb 11, 2023, 06:57 PM ISTUpdated : Feb 11, 2023, 07:27 PM IST
ravindra jadeja

সংক্ষিপ্ত

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 

হাঁটুর চোট জাতীয় দলে ফিরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অসাধারণ দেখিয়েছেন। ভারতীয় দলকে সহজে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যেতেও সাহায্য করেছেন। সবই ঠিক ছিল, কিন্তু সামান্য ভুলের কারণে জরিমানার মুখে পড়তে হল রবীন্দ্র জাদেজাকে। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার নাগপুর টেস্টের প্রথম দিন বোলিং করার সময় আঙুল ফুলে গিয়েছিল এবং যন্ত্রণাও করছিল। আম্পায়ারদের অনুমতি না নিয়েই আঙুলে যন্ত্রণা কমানোর জন্য ক্রিম লাগান জাদেজা। সেই কারণেই তাঁর জরিমানা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দাবি করে, বল বিকৃত করার জন্যই আঙুলে ক্রিম লাগান জাদেজা। এক প্রাক্তন ক্রিকেটারও এ ব্যাপারে সরব হন। কিন্তু আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার প্রয়োজনেই ক্রিম ব্যবহার করেন জাদেজা। তিনি বলের অবস্থা বদলাননি। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, 'ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য যে আচরণবিধি রয়েছে, তার ২.২০ অনুচ্ছেদের ধারা লঙ্ঘন করেছেন ভারতের স্পিন বোলার রবীন্দ্র জাদেজা। ক্রিকেটের উপযুক্ত আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কোনও আচরণ করলেই এই ধারা অনুযায়ী শাস্তি পেতে হয়। সেই কারণেই জাদেজার ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।'

আইসিসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘জাদেজার জরিমানা করার পাশাপাশি তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ২৪ মাসের মধ্যে এই প্রথম এরকম আচরণ করলেন জাদেজা। সেই কারণে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হল না।’

আইসিসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘নাগপুর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৬-তম ওভারে এই ঘটনা ঘটে। রবীন্দ্র জাদেজার বাঁ হাতের তর্জনি ফুলে গিয়েছিল এবং যন্ত্রণা হচ্ছিল। সেই কারণেই তিনি অন ফিল্ড আম্পায়ারের অনুমতি না নিয়েই আঙুলে ক্রিম লাগান। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জরিমানার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, আঙুলে চোট পাওয়াতেই ক্রিম ব্যবহার করেন জাদেজা। সেই কারণেই তাঁর বড় শাস্তি হল না।’

শনিবার তৃতীয় দিনেই নাগপুর টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় অতিরিক্ত বিশ্রাম পাচ্ছেন জাদেজা। ফলে তিনি আঙুলের চোট সারিয়ে তোলার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন। এই চোট নিয়েই অবশ্য দ্বিতীয় দিন ব্যাটিং এবং তৃতীয় দিন বোলিং করলেন জাদেজা। দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখানোই জাদেজার লক্ষ্য।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় জয় ভারতের, ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা

স্টেডিয়াম থেকে খবর পাঠাচ্ছিল, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীন গ্রেফতার ৪ বুকি

জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে ৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া, নাগপুর টেস্টে ইনিংসে জয় ভারতের

PREV
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা