Ranji Trophy: তৃতীয় দিনের শেষে ৫০ রানে এগিয়ে উত্তরপ্রদেশ, জয়ের আশায় বাংলা

Published : Jan 14, 2024, 07:20 PM ISTUpdated : Jan 14, 2024, 08:03 PM IST
Bengal Vs Uttar Pradesh

সংক্ষিপ্ত

এবারের রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ২ দিন দাপট দেখালেও, তৃতীয় দিন রাশ কিছুটা আলগা করে ফেলল বাংলা। তবে এখনও এই ম্যাচে জয় পেতে পারে বাংলা।

রঞ্জি ট্রফিতে বাংলা-উত্তরপ্রদেশ ম্যাচের তৃতীয় দিনের শেষে দুই সম্ভাবনা দেখা যাচ্ছে। হয় বাংলা সরাসরি জয় পেতে পারে, না হলে ম্যাচ ড্র হতে পারে। উত্তরপ্রদেশের জয়ের সম্ভাবনা নেই। কারণ, তৃতীয় দিনের শেষে বাংলার চেয়ে মাত্র ৫০ রানে এগিয়ে উত্তরপ্রদেশ। দ্বিতীয় ইনিংসে তারা ইতিমধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে। ফলে চতুর্থ দিন সকালে বাংলার পেসাররা দ্রুত বাকি ৬ উইকেট তুলে নিতে পারলে জয় আসতে পারে। প্রথম দিন পিচের যে অবস্থা ছিল, এখন তার তুলনায় ব্যাটিং করা অনেক সহজ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও বাংলার পেসার মহম্মদ কাইফ যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে এবারের রঞ্জি ট্রফিতে প্রথম জয় আসতেই পারে।

কাইফের অনবদ্য পারফরম্যান্স

বাংলার ভরসা হয়ে উঠেছেন মহম্মদ শামির ভাই কাইফ। তিনি অসামান্য পারফরম্যান্স দেখাচ্ছেন। প্রথম ইনিংসে ৫.৫ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন কাইফ। এরপর তিনি ব্যাটিংয়েও ভালো পারফরম্যান্স দেখান। বাংলার হয়ে সর্বাধিক রান করেন কাইফই। তিনি ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৫ রান করে অপরাজিত থাকেন। উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত যে ৪ উইকেট পড়েছে, তার মধ্যে ৩টিই নিয়েছেন কাইফ। চতুর্থ দিন উত্তরপ্রদেশকে অলআউট করার জন্য শামির ভাইয়ের দিকেই তাকিয়ে বাংলা।

গুরুত্বপূর্ণ হতে পারে নীতীশ রানার উইকেট

এই ম্যাচের প্রথম ইনিংসে ৬০ রানে অলআউট হয়ে গেলেও, দ্বিতীয় ইনিংসে তুলনায় ভালো ব্যাটিং করছে উত্তরপ্রদেশ। ওপেনার সমর্থ সিং করেছেন ৫৪ রান। অপর ওপেনার আরিয়ান জুয়াল করেন ৪২ রান। তৃতীয় দিনের শেষে ৪৭ রানে অপরাজিত অধিনায়ক নীতীশ রানা। চতুর্থ দিন তাঁর উইকেট গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলার পেসাররা দ্রুত উত্তরপ্রদেশের অধিনায়কের উইকেট তুলে নিতে পারেন, তাহলে জয় পেতে পারে বাংলা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli-Novak Djokovic: জকোভিচই ইনস্টাগ্রামে প্রথম বার্তা পাঠান, জানালেন বিরাট

New Zealand Vs Pakistan: দ্বিতীয় টি-২০ ম্যাচেও জয়, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পথে নিউজিল্যান্ড

Yuvraj Singh: মাঠে ফেরার ইচ্ছা, তরুণদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে চান যুবরাজ

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?