Virat Kohli-Novak Djokovic: জকোভিচই ইনস্টাগ্রামে প্রথম বার্তা পাঠান, জানালেন বিরাট

ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলির সঙ্গে অনেক দেশেরই বিখ্যাত ক্রীড়াবিদের পরিচয় আছে। তাঁদেরই অন্যতম সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ।

একটি সাক্ষাৎকারে বিরাট কোহলির সঙ্গে বার্তালাপের কথা জানিয়েছিলেন নোভাক জকোভিচ। এবার বিরাটও এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন। তিনি জানিয়েছেন, ‘নোভাকের সঙ্গে আমার নিজে থেকেই যোগাযোগ হয়। আমি একদিন ইনস্টাগ্রামে ওর অ্যাকাউন্ট দেখছিলাম। আমার মনে হয় ওকে বার্তা পাঠাই। সেই কারণে মেসেজ বাটনে চাপ দিই। আমার মনে হয়, ওকে হ্যালো বলি। কিন্তু তার আগেই দেখি, ও আমাকে বার্তা পাঠিয়ে রেখেছে। আমি তার আগে কোনওদিন মেসেজ খুলে দেখিনি। ওর বার্তা দেখে প্রথমেই মনে হয়, ভুয়ো অ্যাকাউন্ট কি না খতিয়ে দেখি। কিন্তু আমি দেখতে পাই, নোভাকের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেই মেসেজ পাঠানো হয়েছে। তারপর থেকেই আমাদের কথোপকথন শুরু হয়। আমরা প্রায়ই মেসেজ আদান-প্রদান করি। ওর অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’

পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল বিরাট-জকোভিচ

Latest Videos

২৪ বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট। এই দুই ক্রীড়াবিদ একে অপরের প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন। বিরাট যেমন চলতি অস্ট্রেলিয়ান ওপেনের জন্য জকোভিচকে শুভেচ্ছা জানিয়েছেন, জকোভিচও তেমনই বিরাটের প্রশংসা করেছেন। এই দুই তারকাই জানিয়েছেন, তাঁদের নিয়মিত কথা হয়। একে অপরের খেলার খবর রাখেন তাঁরা। সার্বিয়ায় ক্রিকেট জনপ্রিয় না হলেও, বিরাটের সাফল্যের কথা জানেন জকোভিচ। তাঁদের অবশ্য এখনও পর্যন্ত সামনাসামনি দেখা হয়নি। ভারতে আসার ইচ্ছার কথা জানিয়েছেন জকোভিচ। তিনি ভারতে এলে হয়তো বিরাটের সঙ্গে দেখা হবে।

 

১১-তম অস্ট্রেলিয়ান ওপেন খেতাবের লক্ষ্যে জকোভিচ

এখনও পর্যন্ত ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। ফের এই গ্র্যান্ড স্ল্যাম জেতাই তাঁর লক্ষ্য। মার্গারেট কোর্টকে টপকে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সার্বিয়ার কিংবদন্তি। অন্যদিকে, রবিবার ১৪ মাস পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামছেন বিরাট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli-Novak Djokovic: বিরাটের সঙ্গে দেখা হয়নি, নিয়মিত কথা হয়, জানালেন জকোভিচ

Yuvraj Singh: মাঠে ফেরার ইচ্ছা, তরুণদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে চান যুবরাজ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari