অতীতে রঞ্জি ফাইনালে হারলেও এবার পরিস্থিতি আলাদা, আত্মবিশ্বাসী মনোজ

বাংলা থেকে বর্তমানে ভারতের পুরুষদের সিনিয়র দলে কোনও ক্রিকেটার নেই। রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে নিজেদের প্রমাণ করতে মরিয়া অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপরা। 

সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের পাশে নিজের নাম খোদাই করার লক্ষ্যে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে খেলতে নামছেন মনোজ তিওয়ারি। বাংলার শেষ অধিনায়ক হিসেবে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হন সম্বরণ। এবার সেই নজির গড়তে মরিয়া মনোজ। সৌরাষ্ট্রর বিরুদ্ধে ২০১৯-২০ মরসুমে রঞ্জি ফাইনালে হারের বদলা নয়, বরং নিজেদের খেলা নিয়েই ভাবছেন মনোজ। দলের সবাই যাতে ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, সেটাই নিশ্চিত করতে চাইছেন বাংলার অধিনায়ক। ফাইনালের আগের দিন মনোজ বলেছেন, ‘সবসময়ই উন্নতির অবকাশ থাকে।  আমরা গত ম্যাচে যে ভুল করেছি সেটা আর করলে চলবে না। কাল আমাদের সেরাটা দিতে হবে। আমরা হয়তো এর আগে ফাইনালে ওদের কাছে হেরে গিয়েছি কিন্তু এখন পরিস্থিতি আলাদা। বাংলার ক্রিকেটের বর্তমান পরিস্থিতি খুব ভালো। আমরা বাংলার ক্রিকেটকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই মরসুমে সবাই ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এটাই বাংলার আসল রূপ।’

বাংলার অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা দীর্ঘদিন রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারিনি। আমরা সেটা জানি। কিন্তু আমরা সেই জয় নিয়ে বেশি ভাবতে চাই না। সেই দলের সঙ্গে আমাদের দলের তুলনা করতে চাই না। আমাদের লক্ষ্য স্থির। আমরা জানি এই ম্যাচে কী করতে হবে। চ্য়াম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। অধিনায়ক হিসেবে আমি এতদূর আসব এবং ট্রফি জয়ের দোরগোড়ায় পৌঁছে যাব সেটা কখনও ভাবিনি। একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই এই স্বপ্ন ছিল। কিন্তু দলকে নেতৃত্ব দেওয়া এবং এতদূর আসা অবশ্যই আলাদা।’

Latest Videos

সৌরাষ্ট্রর অধিনায়ক জয়দেব উনাদকাট বলেছেন, ‘ইডেন গার্ডেন্সের পিচ থেকে সবাই কিছু না কিছু সাহায্য পাবে। এটা স্পোর্টিং পিচ। আমরা ভালো ক্রিকেট ম্যাচ দেখতে পাব। বোলার ও ব্যাটাররা পিচ থেকে সাহায্য পাবে। আমাদের দলে অনেকজন দুর্দান্ত খেলোয়াড় আছে। সবাই এই মুহূর্তের (রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন) অপেক্ষায়। আমরা ফের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের সেরাটা দেব। আমরা এখন ঘরোয়া ক্রিকেটে বড় শক্তি। বাংলার বোলাররা এই মরসুমে খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফাইনালে কোনও দলই ফেভারিট নয়। যে দল বেশি সেশনে এগিয়ে থাকবে তারাই জয় পাবে।’

বাংলা যে দু'বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, সেই দু'বারই ফাইনাল ম্যাচ হয়েছে ইডেন গার্ডেন্সে। এবারও ফাইনাল হচ্ছে ইডেনেই। ফলে ফের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলা।

আরও পড়ুন-

রোহিত-হার্দিকদের দুরন্ত পারফরম্যান্স, ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই শীর্ষে ভারত

ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই নিঃশেষিত টিকিট

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata