রোহিত-হার্দিকদের দুরন্ত পারফরম্যান্স, ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই শীর্ষে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নেমেছে ভারতীয় দল। প্রথম টেস্টে সহজ জয় এসেছে। দ্বিতীয় ম্যাচের আগেই ভারতীয় দলের জন্য ভালো খবর।

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বড় ব্যবধানে জয় পাওয়ার পরেই টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে চলে গেল ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় দলকে সাহায্য করতে পারে এই র‍্যাঙ্কিং। গত কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স হন বিরাট কোহলি-রোহিত শর্মারা। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ৩-১ ফলে জিততে হবে ভারতীয় দলকে। সিরিজের প্রথম ম্যাচেই ইনিংসে জয় পেয়ে সেই লক্ষ্যের দিকে কিছুটা এগিয়ে গিয়েছে ভারত। এবার বাকি ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স দেখালেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নেবে ভারতীয় দল। এই সিরিজ শুরু হওয়ার আগে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। তবে এবার প্যাট কামিন্সের দলকে টেক্কা দিলেন রোহিতরা। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২ ম্যাচ খেলে ১১৫ রেটিং পেয়েছে ভারত। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং ১১১। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ১০৬। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০০।

টি-২০, ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আগেই ছিল ভারতীয় দল। এবার টেস্টেও শীর্ষে পৌঁছে যাওয়ায় ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই শীর্ষে ভারত। এই র‍্যাঙ্কিং দিল্লি টেস্ট ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের মনোবল বাড়িয়ে দিতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যায় ভারত। আগেই টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ভারতীয় দল। এবার ৩ ফর্ম্যাটেই ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হল।

Latest Videos

রবি শাস্ত্রী যখন ভারতীয় দলের কোচ এবং বিরাট অধিনায়ক ছিলেন, সেই সময় শুরু হয় 'মিশন ১১১'। সব ফর্ম্যাটেই এক নম্বরে পৌঁছে যাওয়ার লক্ষ্যে খেলা শুরু করেন বিরাটরা। এবার রোহিতের নেতৃত্বে এবং রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে সেই লক্ষ্যপূরণ হল। 

দলগত র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে ৭ নম্বরে ঋষভ পন্থ, ৮ নম্বরে রোহিত। বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। জসপ্রীত বুমরা আছেন ৫ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা ও অশ্বিন।

ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে ৬ নম্বরে আছেন শুবমান গিল। বিরাট আছেন ৭ নম্বরে এবং রোহিত ৯ নম্বরে। ওডিআই র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে মহম্মদ সিরাজ। 

টি-২০ র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

সৌরভের সঙ্গে ইগোর লড়াই ছিল বিরাটের, স্টিং অপারেশনে বিস্ফোরক চেতন শর্মা

ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই নিঃশেষিত টিকিট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari