সংক্ষিপ্ত
ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ বরাবরই উত্তেজক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সিরিজের প্রথম ম্যাচে ইনিংসে জয় পেয়েছে ভারতীয় দল। ফলে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বেড়ে গিয়েছে।
টি-২০ ফর্ম্যাটের যুগেও টেস্ট ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ-উন্মাদনা যে বিন্দুমাত্র কমেনি, সেটা বুঝিয়ে দিল দিল্লি। পাঁচ বছরেরও বেশি সময় পরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হতে চলেছে টেস্ট ম্যাচ। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এবার দিল্লিতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। নাগপুর টেস্ট ম্যাচ শেষ হয়েছিল আড়াই দিনে। দিল্লির ম্যাচ পাঁচ দিনে গড়াবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না। তবে দর্শকদের উৎসাহে খামতি নেই। দিল্লি টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই নিঃশেষিত সব টিকিট। ২০১৭ সালের ডিসেম্বরে দিল্লিতে শেষবার টেস্ট ম্যাচ হয়েছিল। তারপর এই প্রথম এখানে টেস্ট ম্যাচ হচ্ছে। সেই কারণেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। দিল্লি ক্রিকেট সংস্থার যুগ্মসচিব রঞ্জন মানচন্দ জানিয়েছেন, ‘সব টিকট বিক্রি হয়ে গিয়েছে। আমরা আশা করছি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের প্রতিদিনই গ্যালারি ভর্তি থাকবে। দীর্ঘদিন পর দিল্লিতে টেস্ট ম্যাচ হচ্ছে। সেই কারণে দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে।’
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৪০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। তবে সাধারণ দর্শকদের জন্য রাখা হয় ২৪ হাজার টিকিট। দিল্লি ক্রিকেট সংস্থার সদস্যদের জন্য রাখা হয় ৮ হাজার টিকিট। বাকি টিকিট রাখা হয়েছে এই ম্যাচ দেখতে আসা বিশিষ্ট ব্যক্তিদের জন্য। এছাড়া যে নিরাপত্তারক্ষীরা এই ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে থাকবেন, তাঁদের পরিবারের জন্যও গ্যালারির একাংশ সংরক্ষিত রাখা হচ্ছে।
নাগপুরে সিরিজের প্রথম ম্যাচেও গ্যালারি প্রায় পূর্ণ ছিল। এবার দিল্লিতে গ্যালারির সব আসনই পূর্ণ থাকছে। টেস্ট ক্রিকেটের পক্ষে এটা বেশ ভালো বিজ্ঞাপন।
নাগপুরে ভারতের বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। বিশেষ করে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ার ব্যাটারদের রীতিমতো নাকানিচোবানি খাইয়েছেন। তাঁরাই বেশিরভাগ উইকেট নিয়েছেন। দিল্লির পিচ থেকে বরাবরই স্পিনাররা সাহায্য পান। এই মাঠেই এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার জন্য অশ্বিন, জাদেজা, অক্ষর প্যাটেলের উপরেই ভরসা করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
দিল্লির মাঠ নাগপুরের তুলনায় ছোট। সীমিত ওভারের ম্যাচ সাধারণত হাই-স্কোরিং হয়। টেস্ট ম্যাচেও ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে বড় স্কোর করতে পারেন। সেই লক্ষ্যেই ব্যাটিং করতে যাবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
আরও পড়ুন-
টেস্টে অভিষেক অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই, এবার শততম ম্যাচ খেলতে নামছেন পূজারা
আইসিসি-র বিচারে জানুয়ারির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত শুবমান গিল
অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত